Home আইন-আদালত নবাবগঞ্জে স্কুলছাত্রীকে উত্যক্ত করায় বখাটের দণ্ড

নবাবগঞ্জে স্কুলছাত্রীকে উত্যক্ত করায় বখাটের দণ্ড

সোবহান আলম, নবাবগঞ্জ (দিনাজপুর) থেকে: স্কুলছাত্রীকে উত্যক্ত করায় এক বখাটেকে ১০(দশ) হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

উপজেলার গোলাপগঞ্জ ইউনিয়নের দাদুড়িয়া গ্রামের শ্রী সুকারু বর্মনের বখাটে ছেলে চিরঞ্জিত বর্মন (২০) কে মঙ্গলবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কামরুজ্জামান সরকার এ জরিমানা করেন ।

জানা যায়,  চিরঞ্জিত বর্মন গ্রামের এক স্কুলছাত্রী (১৬)কে প্রায়ই স্কুলে ও কোচিং এ  যাওয়ার পথে বিভিন্নভাবে উত্যক্ত করতো এবং প্রেমের প্রস্তাব দিত। প্রতিদিনের ন্যায় উত্ত্যক্ত করার সময় নবাবগঞ্জ থানা পুলিশ জরুরী সেবা ৯৯৯ মাধ্যমে সংবাদ পেয়ে থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদের নির্দেশক্রমে পুলিশ উপ-পরিদর্শক বিভূতিভূষণ ব্রতী রায়েঐ বখাটেকে আটক করে ।  পরে, তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। বখাটে চিরঞ্জিত বর্মন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ কামরুজ্জামান সরকারের কাছে দোষ স্বীকার করে। ভ্রাম্যমাণ আদালত  দণ্ডবিধির ৫০৯ ধারায় অভিযুক্ত করে তাকে ১০(দশ) হাজার টাকা জরিমানা করেন।