Home চট্টগ্রাম নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান

নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান

বাংলাদেশে বৈশ্বিক উষ্ণতার ভয়াবহ বিপর্যয় রোধ, পরিবেশ ও জলবায়ু সুরক্ষায় নতুন জীবাশ্ম জ্বালানির উৎপাদন ও এ সংক্রান্ত অবকাঠামোর উন্নয়ন প্রকল্প তেল, গ্যাস ও কয়লা ভিত্তিক জীবাশ্ম জ্বালানির আর কোন নতুন প্রকল্প গ্রহন না করার দাবি জানিয়েছেন নাগরিক সমাজের বিভিন্ন প্রতিনিধিরা।

মঙ্গলবার ( ২৫ মে ) চট্টগ্রামের চান্দগাঁও এ বেসরকারী উন্নয়ন সংস্থা আইএসডিই বাংলাদেশ ও বাংলাদেশ বৈদেশিক দেনা বিষয়ক কর্মজোট (বিডাব্লুজিইডি) এর যৌথ উদ্যোগে মাননীয় প্রধান মন্ত্রী বরাবরে খোলা চিঠি প্রেরণ উপলক্ষে গণস্বাক্ষর অনুষ্ঠানে এই দাবি উত্থাপন করা হয়।  
জলবায়ু সুরক্ষায় সৌরশক্তি ও বায়ুশক্তির মতো নবায়নযোগ্য জ্বালানি খাতে গতি আনতে এ খাতে বিনিয়োগ বাড়ানোরও দাবি জানানো হয়।
গণস্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ক্যাব কেন্দ্রিয় কমিটির ভাইস প্রেসিডেন্ট ও আইএসডিই বাংলাদেশের নির্বাহী পরিচালক এস এম নাজের হোসাইন, অ্যাসোসিয়েশন অব ডেভেলপমেন্ট এজেন্সিস ইন বাংলাদেশ(এডাব) কেন্দ্রিয় কমিটির সদস্য ও নারী নেত্রী জেসমিন সুলতানা পারু, ক্যাব বিভাগীয় সাধারণ সম্পাদক কাজী ইকবাল বাহার ছাবেরী, ক্যাব দক্ষিন জেলা সভাপতি আলহাজ¦ আবদুল মান্নান, বনফুলের নির্বাহী পরিচালক রেজিয়া বেগম, উত্তর জেলা কৃষক লীগের দপ্তর সম্পাদক সেলিম সাজ্জাদ, চট্টগ্রাম জেলা স্কাউটস এর সহ-সভাপতি অধ্যাপক শাহনেওয়াজ আলী মির্জা, জেলা সামাজিক উদ্যোক্তা পরিষদের যুগ্ন সম্পাদক মুহাম্মদ জানে আলম, বোয়ালখালী ইউপি চেয়ারম্যান সমিতির সভাপতি নুর মোহাম্মদ চেয়ারম্যান, ক্যাব চট্টগ্রাম মহানগরের সহ-সভাপতি আলহ্জা¦ আবু তাহের, বাংলাদেশ ভেজিটেবল এক্সপোর্টাস অ্যাসোসিয়েশনের কেন্দ্রিয় কমিটির সদস্য সেলিম জাহাঙ্গীর, নারী নেত্রী নবুয়াত আরা সিদ্দিকী, বনগবেষনাগার ফরেস্ট কলেজের অধ্যাপক এবিএম হুমায়ন কবির, সুচনার নির্বাহী পরিচালক শাহীন আকতার বিউটি, কিন্ডার গার্ডেন ঐক্য পরিষেদের নেতা অধ্যক্ষ মনিরুজ্জমান, চান্দগাঁও ল্যাবরেটরী মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ইসমাইল ফারুকী, প্রজন্ম চট্টগ্রামের প্রধান নির্বাহী চৌধুরী জসিমুল হক, কৃষিবিদ আরিফুল ইসলাম, সিএসডিএফ’র শম্পা কে নাহার, আইএসডিই’র আরিফুল ইসলাম ও ইশিকা ফাউন্ডেশনের জহুরুল ইসলাম প্রমুখ।
 -সংবাদ বিজ্ঞপ্তি