সাইফুল ইসলাম রুদ্র
নরসিংদী: শনিবার ১৯ জুন থেকে নরসিংদীতে ৪২ শত জন পাচ্ছেন চীনের সিনোফার্মার তৈরি করোনার টিকা।
দুই ডোজের এই টিকা গ্রহণে অগ্রাধিকার পাবেন যারা ফ্রন্টলাইনার এবং আগে যারা রেজিস্ট্রেশন করে টিকা পাননি এমন ব্যক্তিরা। শুধুমাত্র নরসিংদী সদর হাসপাতাল সেন্টারে এই টিকাদান কার্যক্রম চলবে বলে জানিয়েছেন নরসিংদীর সিভিল সার্জন মো. নূরল ইসলাম।
নরসিংদীর জন্য বরাদ্দকৃত ৮ হাজার ৪ শত সিঙ্গেল ভায়েল ডোজ করোনার টিকা গত বুধবার দুপুরে নরসিংদীতে পৌছেছে। সরকারি নির্দেশনা অনুযায়ী আগে রেজিস্ট্রেশন করে টিকা পাননি এমন লোকজন ও স্বাস্থ্যপ্রতিষ্ঠানে কর্মরত লোকজনকে এসব টিকা দেয়া হবে।
চীনের সিনোফার্মার তৈরি করোনার টিকা টিকা গ্রহণে অনেকের আগ্রহ থাকলেও আগে রেজিস্ট্রেশন করা নেই বা ফ্রন্টলাইনার নন এমন ব্যক্তিদের টিকা দেয়া সম্ভব হবে না। টিকার পরিমান কম থাকায় জেলার একটি সেন্টার (নরসিংদী সদর হাসপাতাল) থেকে অগ্রাধিকারপ্রাপ্ত ব্যক্তিদের এই টিকা দেয়া হবে। ৪২০০ জন ২ ডোজ করে এই টিকা পাবেন।
টিকা সংকটের কারণে এর আগে নরসিংদী জেলায় রেজিস্ট্রেশন করা ৫৩ হাজার ৭৫২ এর মধ্যে ৭ হাজার জন দ্বিতীয় ডোজ টিকা পাননি। এবার ভিন্ন কোম্পানী অর্থাৎ চীনের তৈরি টিকা হওয়ায় দ্বিতীয় ডোজ না পাওয়া ব্যক্তিরাও এই টিকা নিতে পারবেন না বলে জানান সিভিল সার্জন। ব্যাপকভাবে আবার টিকা পাওয়া গেলে এক ডোজ নেয়া বাকী লোকজনকে ২য় ডোজ টিকা দেয়া হবে বলে জানিয়েছেন তিনি।
উল্লেখ্য, চীন সরকার বাংলাদেশ সরকারকে মোট ১৯ লাখ ডোজ করোনার টিকা উপহার হিসেবে প্রদান করেছে। শনিবার (১৯ জুন) হতে সারাদেশে নির্দিষ্ট কেন্দ্রগুলোর মাধ্যমে উদিষ্ট জনগণকে এই টিকা দেয়া শুর হবে।