দোয়ারাবাজার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, আমি দোকান ঘরটি ভাংচুর করতে বাধা দেই, তারা আমার কথা অমান্য করে দোকান ঘরটি ভেঙে মালামাল নিয়ে যায়। তখন আমি মোবাইলে ভিডিও লাইভ করেছি, তখন বাধা দেওয়া হয়েছিল। ঘটনার ভিডিও সংরক্ষিত রয়েছে।
শাহ্ মাশুক নাঈম, দোয়ারাবাজার (সুনামগঞ্জ): দোয়ারাবাজারের নরসিংপুর ইউনিয়নে সন্ত্রাসী কায়দায় নিরীহ পরিবারের দোকানে হামলা, ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে।
সোমবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১১ ঘটিকায় নরসিংপুর বাজারে এ ঘটনা ঘটে। দোয়ারাবাজার থানায় ১২ জনকে আসামি করে একটি অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী দোকান মালিক।
স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সুনাইত্যা গ্রামের ব্যবসায়ী মৃত আছকির আলী’র পুত্র আলী আকবরের সাথে নির্বাচনী বিরোধ কালাপশি গ্রামের জমির আহমদের পুত্র শামীম আহমদ, সিরাজপুর গ্রামের মৃত মখলিছ আলী’র পুত্র মনোয়ার আলী মনর গংদের সাথে। এরই জেরেধরে সোমবার সকালে শামীম আহমদ গংদের নেতৃত্বে একদল অস্ত্রধারী লাঠিয়াল বাহিনী আলী আকবরের দোকানে হামলা চালায়। এসময় দোকান ঘরটির দেয়াল ভাঙচুর ও লুটপাট চালানো
হয়েছে। যার লাইভ ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমেও ভাইরাল হয়।
এব্যাপারে দোয়ারাবাজার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, আমি দোকান ঘরটি ভাংচুর করতে বাধা দেই, তারা আমার কথা অমান্য করে দোকান ঘরটি ভেঙে মালামাল নিয়ে যায়। তখন আমি মোবাইলে ভিডিও লাইভ করেছি, তখন বাধা দেওয়া হয়েছিল। ঘটনার ভিডিও সংরক্ষিত রয়েছে।
এ ব্যপারে দোয়ারাবাজার থানার ওসি দেবদুলাল ধর বলেন, এ ব্যপারে থানায় অভিযোগ পেয়েছি তদন্ত চলছে।