Home আকাশপথ নাগরিকদের ফেরাতে বুদাপেস্ট যাচ্ছে ভারতীয় বিমান

নাগরিকদের ফেরাতে বুদাপেস্ট যাচ্ছে ভারতীয় বিমান

বিজনেসটুডে২৪ ডেস্ক

ভারতীয়  বিমান তাদের নাগরিকদের ফিরিয়ে আনতে শুক্রবার রাতে বুদাপেস্ট রওনা দিয়েছে। শনিবার যাচ্ছে আরও দু’টি। ফিরিয়ে আনার সম্পূর্ণ খরচ বহন করছে সরকার।

শুক্রবার রাতেই বুদাপেস্ট-এর দিকে রওনা দিয়েছে দুটি বিমান। শনিবার আরও দুটি বিমান যাচ্ছে। এভাবেই রোমানিয়া দিয়ে আটকে থাকা ভারতীয়দের ফিরিয়ে আনার ব্যবস্থা করা হচ্ছে।

রোমানিয়ার রাজধানী বুদাপেস্ট থেকেই দেশে ফেরানো হবে তাদের পড়ুয়াদের। ইউক্রেনে আটকে থাকা ভারতীয়দের উদ্দেশে জানানো হয়েছে তাঁরা যেন সড়ক পথে ইউক্রেন-রোমানিয়া সীমান্তে আসে। সেখান ভারত সরকারের কর্মকর্তারা বিমান ধরাতে নিয়ে যাবেন। আপাতত ৪৭০ জন পড়ুয়াকে রোমানিয়ার মধ্যে দিয়ে  ফেরানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

ভারতের  পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে জানান, “ইউক্রেন নো ফ্লাইং জোন জারি করার ফলে সেখানে আটকে পড়া পড়ুয়া এবং অন্য ভারতীয়দের ফেরানো সাময়িক ব্যাহত হয়েছে। তবে খুব দ্রুতই অন্যান্য দেশের সঙ্গে যোগাযোগ করে অন্য পথে তাঁদের ফিরিয়ে আনার ব্যবস্থা করা হবে।”

ইউক্রেনে নো ফ্লাইং জোন জারি হওয়ার পরেই ভারত সরকার ইউক্রেন সীমান্তে টিম পাঠানোর সিদ্ধান্ত নেয়। পোল্যান্ড, রোমানিয়া, হাঙ্গেরি এবং স্লোভাকিয়ায় দল পাঠিয়ে সেখান থেকে ভারতীয়দের ফেরাবে  । সংবাদমাধ্যমে ইউক্রেনে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত পার্থ সতপথী জানিয়েছেন, পরিস্থিতি চ্যালেঞ্জিং, তবে ভারতীয়দের দেশে ফেরাতে সবরকম চেষ্টা চালাচ্ছে। তাঁর কথায়, “আমরা চ্যালেঞ্জের সম্মুখীন তবে যতজনকে পারা যায় আমরা দ্রুত তাঁদের দেশে ফেরানোর চেষ্টা চালাচ্ছি।