Home আকাশপথ নামতে গিয়ে ৩টুকরো পেগাসাস এয়ারলাইন্সের উড়ান

নামতে গিয়ে ৩টুকরো পেগাসাস এয়ারলাইন্সের উড়ান

ছবি: বিবিসি

 

ইস্তানবুল : রানওয়েতে নামতে গিয়ে তিন টুকরো হয়ে গিয়েছে বিশাল যাত্রিবাহী উড়ান। নিহত হয়েছেন অন্তত ৩জন। আহত হয়েছেন ১৭৯ জন।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়, তুরস্কের সাবিহা গকচিন বিমানবন্দরে বুধবার অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে গেলে প্লেনটি তিন খণ্ড হয়ে যায়। এ দুর্ঘটনার পর সাবিহা বিমানবন্দরের সব ফ্লাইটের ওঠানামা স্থগিত রাখা হয়।

বোয়িং ৭৩৭ মডেলের উড়ানটিতে দুইজন শিশুসহ ১৭৭ জন যাত্রীর সঙ্গে ছিলেন ৬ ক্রু।  যাত্রীদের ২০ জন ছিলেন বিদেশি নাগরিক।

ইজমির শহর থেকে আকাশে উড়েছিল। প্রচণ্ড বৃষ্টিপাত ও ঝড়ো হাওয়ার মধ্যে অবতরণ করতে গিয়ে বিমানটি রানওয়ে থেকে ছিটকে পড়ে।

আবহাওয়া খুবই খারাপ ইস্তানবুলে। ঝোড়ো হাওয়ার দাপটের সঙ্গে চলছে তুমুল বৃষ্টি। বিমানবন্দরের রানওয়েতে অবতরণের সময়ে আগুন ধরে যায় এই প্লেনটিতে। তারপর রানওয়েতে ধাক্কা খেয়ে বেশ খানিকটা পিছলে যায় বিমান। ছিটকে তিন টুকরো হয়ে ছড়িয়ে পড়ে এদিক-ওদিক। ইস্তানবুলের স্থানীয় সংবাদমাধ্যমে ইতিমধ্যেই দেখানো হয়ে এই সাংঘাতিক দুর্ঘটনার ছবি। ভাইরাল হয়ে গিয়েছে ঝলসানো এবং ভাঙা প্লেনের খণ্ডের ছবি। যা দেখে শিউরে উঠছেন সকলেই।

জানা গিয়েছে, দুর্ঘটনাগ্রস্থ বোয়িং ৭৩৭ বিমানটির তত্ত্ববধানে ছিল তুরস্কের পেগাসাস এয়ারলাইন্স।

অনুমান করা হচ্ছে ঝোড়ো হাওয়ার সংঘর্ষেই আগুন ধরে গিয়েছিল যাত্রী বোঝাই এই বিমানে।

বিজনেসটুডে২৪ ডেস্ক