বিজনেসটুডে২৪ ডেস্ক
নিউইয়র্কের ব্রুকলিন সাবওয়ে স্টেশনে বন্দুকবাজদের আকস্মিক এলোপাথাড়ি গুলিতে আহত হয়েছেন অন্তত ১৩ জন।
ইতিমধ্যে আহতদের ছবি সোশাল মিডিয়ায় ঘুরতে শুরু করেছে। ওই সময়ে সাবওয়ে স্টেশনে যাঁরা ছিলেন তাঁরা আড়াল থেকে অনেকে ছবি বা ভিডিও তুলেছেন। টুইটারে তা পোস্ট করতে শুরু করেছেন তাঁরা।
নিউইয়র্ক পুলিশ জানিয়েছে, এ ব্যাপারে তদন্ত চলছে। বন্দুকবাজেরা এখনও এলাকায় থাকতে পারে বলে মনে করা হচ্ছে। ব্রুকলিনের ফোর্থ অ্যাভেনিউ এবং থার্টি সিক্সথ স্ট্রিট এড়িয়ে চলাই ভাল। সেই সঙ্গে পুলিশ জানিয়েছে, কোনও সক্রিয় বিস্ফোরক বা সেই ধরনের ডিভাইস পাওয়া যায়নি।
নিউ ইয়র্কে স্থানীয় সময় সকাল সাড়ে আটটা নাগাদ এই হামলা হয়েছে বলে খবর। ব্যস্ত শহর তখন সবে শুরু করেছে দিনের কাজকর্ম। হামলার জেরে পরিবহণ স্তব্ধ হয়ে গেছে।
টুইটারে যে ভিডিও ও ছবি পোস্ট করা হয়েছে, তাতে দেখা যাচ্ছে চারদিক রক্তে ভেসে গেছে। আহতদের সাহায্যে এগিয়ে এসেছেন অন্যান্যরা। ভিডিওতে ধোঁয়াও দেখা গেছে যা থেকে মনে হচ্ছে ঘটনাস্থলে কিছু পুড়ছে। এটা কোনোও জঙ্গি হামলা কিনা তা এখনও অফিসিয়ালি বলা হয়নি। তবে সোশ্যাল মিডিয়ায় অনেকে সেদিকেই ইঙ্গিত করেছেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মূল অভিযুক্তের পরনে ছিল কনস্ট্রাকশন ওয়ার্কারের পোশাক এবং মুখে ছিল গ্যাস মাস্ক।
আমেরিকায় বন্দুকবাজের দৌরাত্ম্য অবশ্য নতুন নয়। মাঝেমধ্যেই ছোটখাটো হামলার কথা শোনা যায়। সেখানে ঘরে ঘরে বন্দুক রাখতে পারেন দেশের নাগরিকরা। বন্দুক হামলা প্রায়ই হয়। এদিন প্রকাশ্য দিবালোকে যেভাবে ১৩ জনকে ঘায়েল করল বন্দুকবাজ তা নজিরবিহীন।