Home First Lead নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে জাতীয় সংসদ নির্বাচন: সেতুমন্ত্রী

নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে জাতীয় সংসদ নির্বাচন: সেতুমন্ত্রী

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

ফেনী: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন: নিরপেক্ষ সরকারের অধীনে নয়, নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আর সেই নির্বাচনে আসবে বিএনপি। তিনি বলেন, গাধা জল ঘোলা করে খায়। তেমনি বিএনপি জল ঘোলা করে নির্বাচনে আসবে।

বৃহস্পতিবার রাতে ফেনী সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি আরও বলেন,  যথাসময়ে এ দেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। কোনো নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হবে না। সংবিধান অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

বৃহত্তর নোয়াখালীতে উন্নয়নের ব্যাপারে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আমার আমলে ফেনীসহ বৃহত্তর নোয়াখালীতে কতগুলো ফ্লাইওভার নির্মাণ করা হয়েছে, এখানে বিএনপির মওদুদ সাহেবও মন্ত্রী ছিলেন। তারা কী উন্নয়ন করেছে? এত কাজ, শুধু ফেনী নয় সারা দেশে ব্যাপক উন্নয়ন করা হয়েছে।’

বিএনপিকে নির্বাচনে ফেরানোর জন্য বিদেশিদের কাছে সরকারের নালিশের বিষয়টি নাকচ করে কাদের বলেন, দেশে আগাম নির্বাচন হবে না। নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে সব মন্ত্রণালয় চলে যাবে। নির্বাচনকালীন সময়ে সব মন্ত্রণালয় নির্বাচন কমিশনের অধীনে থাকবে।

তিনি বলেন, ‘বাংলাদেশের সংবিধান বিশ্বে প্রশংসিত। সুতরাং বিএনপিকে নির্বাচনে ফেরাতে বিদেশের কাছে নালিশ করতে হবে কেন? সংবিধান অনুযায়ীই যথা সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে।’

দেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বিষয়ে ওবায়দুল কাদের বলেন, দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে সরকার ভারসাম্য রক্ষা করছে। এখন যেটা হচ্ছে সেটা ইউক্রেন যুদ্ধের প্রভাবে হচ্ছে। ইউক্রেন যুদ্ধের প্রভাব বাংলাদেশেও পড়েছে।

এ সময় ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, ফেনী জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট হাফিজ আহমেদ ও ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী প্রমুখ উপস্থিত ছিলেন।