Home সারাদেশ নিয়ামতপুরে গাজাসহ আটক ১

নিয়ামতপুরে গাজাসহ আটক ১

বিজনেসটুডে২৪ সংবাদদাতা

নিয়ামতপুর (নওগাঁ): ৫০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।

থানা সূত্রে জানা যায়, ১৭ জুন বৃহস্পতিবার সন্ধ্যে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবিরের নেতৃত্বে পুলিশের উপ-পরিদর্শক (এসআই)ইব্রাহিম হোসেন ও সঙ্গীয় ফোর্স নিয়ে মাদক বিরোধী বিশেষ অভিযান চালানো হয়।

অভিযানে উপজেলার রসুলপুর ইউনিয়নের অমৃতপুর গ্রামের ফরহাদ হোসেন ওরফে ছোটনকে(২৭)কে গাঁজাসহ তার নিজ চায়ের ষ্টল থেকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি উপজেলার অমৃতপুর গ্রামের আব্দুল লতিফের ছেলে ফরহাদ হোসেন ছোটন। তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনের ২০১৮ সালের ৩৬ (১) সরণির ক্রমিক ১৯ (ক)/৪১ ধারায় মামলা দায়ের করা হয়েছে।

নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ হুমায়ূন কবির জানান , ফরহাদ হোসেন ছোটনের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। সে পেশাদার মাদক ব্যবসায়ী।