Home সারাদেশ নিয়ামতপুরে পুলিশের ওপর হামলা

নিয়ামতপুরে পুলিশের ওপর হামলা

Exif_JPEG_420

আহত-২,আটক-৩ 

নিয়ামতপুর (নওগাঁ) থেকে মো. ইমরান ইসলাম: করোনা উর্ধ্বগতি ঠেকাতে সারাদেশের মত নওগাঁর নিয়ামতপুরে শুরু হয়েছে ১৪ দিনের সর্বাত্মক লকডাউন। এই লকডাউনে বিধিনিষেধ বাস্তবায়নের দায়িত্বে থাকা দুই পুলিশ সদস্যকে মারধর করেছে লকডাউন অমান্যকারী দোকান মালিকেরা।

বুধবার(২৮ জুলাই)বিকাল ৬ টার দিকে নিয়ামতপুর উপজেলার ছাতড়া বাজারে এ ঘটনা ঘটে।

নিয়ামতপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি)হুমায়ন কবির, এ বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় এখন পর্যন্ত ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের ওপর হামলাকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। গ্রেফতারকৃতরা হলো -নিয়ামতপুর উপজেলার ছাতড়া বাজারের খলিল আনছারী ও হোটেল মালিকের ছেলে জয়নুল আনছারী(৩০) ,ছাতড়া বাজারের আজিজ আনছারীর ছেলে জাহিদ আনছারী(২৫) ও ছাতড়া বাজারের নাসির আনছারীর ছেলে ফারুক আনছারী(৩২)।

তিনি আরও জানান, করোনা ঊর্ধ্বগতি ঠেকাতে লকডাউনের ষষ্ঠ দিনে বিধিনিষেধ বাস্তবায়নে কঠোর অবস্থানে ছিল থানা পুলিশের সদস্যরা। উপজেলার ছাতড়া বাজারে বারবার কঠোর লকডাউন অমান্য করে আনছারী হোটেল এন্ড মিষ্টান্ন ভান্ডার খোলা রাখা হলে পুলিশের এএসআই মেহেদী হাসান ও কনেস্টবল মাসুদ রানা সেখানে গিয়ে দোকান মালিককে দোকান বন্ধ রাখার অনুরোধ করেন। তখন দোকান মালিকরা ক্ষিপ্ত হয়ে দুই পুলিশ সদস্যকে মারধর করে। গুরুতর আহত অবস্থায় পুলিশ সদস্যকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়।