Home বিনোদন নেহা কক্করকে নিয়ে কী বললেন টোনি কক্কর

নেহা কক্করকে নিয়ে কী বললেন টোনি কক্কর

নেহা কক্কর

বিজনেসটুডে২৪ ডেস্ক:সাম্প্রতিক চর্চায় নেহা কক্করের মেলবোর্ন কনসার্ট। তিন ঘণ্টা দেরিতে পৌঁছেন তিনি। মঞ্চে উঠে ভেঙে পড়েছিলেন গায়িকা। তাই নিয়েও ট্রোলিং হয়েছে।

আবেগতাড়িত হয়ে পড়ার কারণে প্রায়ই ট্রোলিং হয় তাঁকে নিয়ে। অনেকেই হয়তো জানেন না, এই জায়গায় আসতে নেহা ও তাঁর পরিবারকে অনেক প্রতিকূলতারই সম্মুখীন হতে হয়েছে।

টোনি কক্কর একবার জানিয়েছিলেন, নেহাকে ভ্রূণ অবস্থাতেই নষ্ট করে দিতে চেয়েছিলেন তাঁদের বাবা-মা। কিন্তু শেষমেশ তা করেননি।এই ঘটনার কথা নেহা ও তাঁর ভাই বলেছিলেন ‘স্টোরি অফ কক্কর’ শোতে এসে। ছোটবেলার কথা ভাগ করে নিয়েছিলেন তাঁরা। অর্থ কষ্ট ছিল তাঁদের। দু’বেলা ভাত জোগাড় করতে কাল-ঘাম ছুটে যেত।

নেহা, টোনি ও সোনু কক্কর জাগ্রাতায় ভজন গাইতেন টাকা রোজগারের জন্য। নেহার জন্মদিনের আগে গান গেয়ে টোনি জানিয়েছিলেন, অর্থাভাবের কারণে নেহাকে পৃথিবীর আলোই দেখাতে চাননি তাঁদের বাবা-মা।

নেহা কক্করের জন্ম ভারতের ঋষিকেশে ১৯৮৮ সালের ৬ জুন। তিনি বিখ্যাত প্লেব্যাক গায়ক সোনু কক্করের ছোট বোন। তার দুই বড় ভাইয়ের একজন, টনি কক্কর , এছাড়াও একজন গায়ক। নেহা কক্কর দিল্লিতে বড় হয়েছেন এবং উত্তম নগরের হলি পাবলিক স্কুলে পড়াশোনা করেছেন।  কক্কর শৈশব থেকেই সঙ্গীতের প্রতি অনুরাগী ছিলেন। গান শুরু করার সময় তার বয়স ছিল মাত্র ৪ বছর।

অস্ট্রেলিয়ার মেলবোর্ন শহরে ছিল কনসার্ট। কিন্তু মঞ্চে উঠতে দেরি করলেন প্রায় ৩ ঘণ্টা। এ দিকে দর্শকাসনে নেহা কক্করের জন্য অপেক্ষা বেড়েছে ক্রমাগত। একটু একটু করে যত সময় এগিয়েছে, দর্শকদের ধৈর্যের বাঁধ ভেঙেছে। যদিও মঞ্চে উঠে সকলের কাছে হাতজোড় করে ক্ষমা চেয়ে নেন নেহা। তার পরই শুরু হয় গায়িকার অঝোর কান্না। তাতেই খেপে গেলেন দর্শকেরা।

নেহা গাইতে উঠে প্রথমে ক্ষমা চেয়ে নিয়ে বলেন, “আপনারা সত্যিই ভাল। অনেক ক্ষণ ধৈর্য ধরে অপেক্ষা করছেন। আজ আপনারা সবাই আমার জন্য অনেক মূল্যবান সময় বার করেছেন। শোয়ের শেষে যাতে সকলে আপনারা নাচেন তার দায়িত্ব নিচ্ছি আমি।

নেহার এমন কথা শুনেই যেন ঘৃতাহুতি পড়ে। দর্শকাসন থেকে উঠে আসে একের পর এক মন্তব্য। একজন বলেন, “যান হোটেলে ফিরে গিয়ে বিশ্রাম নিন। এটা ভারত নয়, অস্ট্রেলিয়া।” এ কথা কানে যায় গায়িকার। অপমানিত নেহা জোরে জোরে কাঁদতে শুরু করেন। তখন দর্শকদের কেউ কেউ চিৎকার করে বলেন, ‘‘খুব ভাল অভিনয় হচ্ছে। নাটক কম করুন এটা ইন্ডিয়ান আইডল নয়।’’ তার পর আর পাল্টা জবাব দিতে পারেননি তিনি। মাত্র ঘণ্টাখানেক গান গেয়েই মঞ্চ ছাড়েন তিনি।