Home টপ নিউজ নৌযান শ্রমিকদের কর্মবিরতি চলছে রাত থেকে

নৌযান শ্রমিকদের কর্মবিরতি চলছে রাত থেকে

নৌযান শ্রমিকদের কর্মবিরতি চলছে-ফাইল ছবি

বিভিন্ন দাবিতে নৌযান শ্রমিকরা অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছে। বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের আহবানে শুক্রবার রাত ১২টা ১ মিনিট থেকে ধর্মঘট শুরু।

নৌযান শ্রমিকদের গেজেট মোতাবেক বেতন প্রদান, নিয়োগপত্র, খাবার ভাতা ও সদরঘাটে শ্রমিক নেতাদের উপর হামলার বিচারসহ ১১ দফা দাবিতে এই ধর্মঘটের ডাক দিয়েছে নৌযান শ্রমিকদের আটটি সংগঠনের জোট বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন। এ নিয়ে গত এক বছরে তিনবার ধর্মঘটের ডাক দিল ফেডারেশন।
এদিকে ধর্মঘটের কারণে শুক্রবার রাত থেকে অনির্দিষ্টকালের জন্য রাজধানীর সঙ্গে দক্ষিণাঞ্চলের ৪৩টি নৌপথে নৌযান চলাচল বন্ধ থাকবে।

নৌযান শ্রমিক ফেডারেশনের সভাপতি শাহ আলম বলেন, দীর্ঘদিন ধরে ১১ দফা দাবি আদায়ে আন্দোলন করে আসছি। লঞ্চ মালিকপক্ষ শুধু আমাদের আশ্বাস দিয়েছে, কিন্তু বাস্তবায়ন করেনি। গত বুধবারও সরকারের প্রতিনিধির সঙ্গে বসেছিলাম, কিন্তু আবারও আশ্বাস। তাই শ্রমিকরা অনির্দিষ্ট সময়ের জন্য ধর্মঘটে যাওয়ার পক্ষে মতামত দেওয়ায় আমরা ধর্মঘটে যাচ্ছি।

এদিকে নৌযান শ্রমিক ফেডারেশনের ডাকা ধর্মঘটের বিষয় অভ্যন্তরীণ নৌ চলাচল ও যাত্রী পরিবহন সংস্থার সদস্য জালাল বলেন, নৌযান শ্রমিকদের মূল দাবিগুলো মেনে নিয়ে লঞ্চ মালিকপক্ষ ২০১৬ সালে নৌযান শ্রমিকদের সঙ্গে পাঁচ বছরের একটি চুক্তি করেছিল। সে চুক্তির মেয়াদ ২০২১ সালে শেষ হবে। তাই তাদের ধর্মঘটে যাওয়া অযৌক্তিক।

তবে এব্যাপারে নৌযান শ্রমিক ফেডারেশনের সভাপতি শাহ আলম বলেন, ওই সময় ১৫টি দাবির মধ্যে শুধু বেতন স্কেল ঘোষণা করে গেজেট প্রকাশ করা হয়েছিল। বাকি ১৪টি দাবি তো পূরণ করা হয়নি। তিনি বলেন শ্রমিকরা বারবার আশ্বাসে বিশ্বাসী নয়, বাস্তবায়ন দেখতে চায়।

এগার দফা দাবিতে শুক্রবার মধ্য রাত থেকে আন্দোলনে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন।