Home সারাদেশ নড়াইলে বাক প্রতিবন্ধীকে ধর্ষণের অভিযোগ

নড়াইলে বাক প্রতিবন্ধীকে ধর্ষণের অভিযোগ

ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার রাসেদুল

নড়াইল থেকে উজ্জ্বল রায়: নড়াইলের বিছালী ইউনিয়নের আটঘরা গ্রামে এক বাক প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণের অভিযোগে একজনকে আটক করা হয়েছে।

জানা যায়, রবিবার (১৭ এপ্রিল) বিকালে বাক প্রতিবন্ধী মেয়েটি গ্রামের পার্শ্ববর্তী মন্দিরের বাগানে বাড়ীর জ্বালানি কুড়াতে যায়। কিছু সময় পরে সেখান থেকে মেয়েটি কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে আসে।  এসময় তার কান্না দেখে বাড়ির ও আশেপাশের স্বজনরা দৌড়ে এসে মেয়েটিকে দেখেন। তারা দেখেন যে মেয়েটির জামা ও গোপন অঙ্গে রক্ত লেগে আছে। বিষয়টি সন্দেহজনক হলে প্রতিবন্ধী মেয়েটির মা মেয়েকে কি হয়েছে জানতে চাইলে মেয়েটি মেয়েটির মা-কে হাত ধরে ঘটনাস্থলে নিয়ে যায়। তখন মেয়েটির মা বুঝতে পারেন যে মেয়ে ধর্ষিতা হয়েছে।  মেয়েটির শারিরীক অবস্থা বেগতিক দেখে দ্রুত চিকিৎসার জন্য নড়াইল সদর হাসপাতালে নিয়ে আসলে তাৎক্ষণিক ডাক্তারের পরামর্শক্রমে মেয়েটিকে ভর্তি করেন এবং মেয়েটি বর্তমান নড়াইল সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ বিষয়ে বিছালী ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ হিমায়েত হুসাইন ফারুক জানান, পবিত্র রমজান মাসে এমন জঘন্য কাজ মেনে নেওয়া যায় না। অপরাধী যে হোক না কেন, তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
বিছালী পুলিশ ফাড়ির ইন্চার্জ মো:হাসমত আলী ঘটনার সততা স্বীকার করে  জানান, ধর্ষণের অভিযোগ পেয়ে সাথে সাথে অভিযান চালিয়ে হাফিজুর রহমাম এর ছেলে সন্দেহভাজন ধর্ষক রাসেদুল ইসলামকে আটক করে নড়াইল সদর থানায় পেরণ করা হয়।  রাসেদুল এক এক সময় এক এক ঠিকানা বলছে বলেও জানান।