Home সারাদেশ নড়াগাতি হবে বাল্যবিবাহ ও ইভটিজিংমুক্ত

নড়াগাতি হবে বাল্যবিবাহ ও ইভটিজিংমুক্ত

 নড়াইল থেকে উজ্জ্বল রায়: নড়াগাতি থানায় ডাকাতি-অপহরণ, খুন-গুম, বাল্যবিবাহ, ইভটিজিং ও  জঙ্গিবাদ দমন এবং  সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সর্বাত্মক প্রচেষ্টা চালানোর দৃঢ় প্রত্যয় ব্যক্ত কয়েছেন নবাগত অফিসার ইনচার্জ ( ওসি ) সুকান্ত সাহা।

থানায় বিদায়ী ওসি রোকসানা খাতুন ও তাঁকে ( নবাগত ওসি ) দেয়া সংবর্ধনায় এই প্রত্যয় ব্যক্ত করেন সুকান্ত সাহা। রবিবার তিনি থানার চার্জ বুঝে নেন।

তিনি বলেন, আমি খোঁজ-খবর নিয়েছি এখানকার মানুষ সহজ সরল এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমাদের বর্তমান আইজিপি বাংলাদেশ পুলিশকে জনগণের প্রথম ভরসাস্থল হিসেবে গড়ে তোলার প্রত্যয় কাজ করেছেন। আমি সেই প্রত্যয়ের অংশিদার হতে নড়াগাতি থানা এলাকায় কাজ করতে চাই। এর মধ্যে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, অমানবিক ও অপেশাদার আচরণ বন্ধ করা ও পুলিশের সার্বিক কল্যাণ এই পাঁচটি বিষয়ে যথাযথভাবে প্রতিপালনের জন্য যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাব। একা কোন কিছু করা সম্ভব না তাই সবাইকে নিয়ে করতে হবে। তাই তিনি তার দায়িত্ব পালনে নড়াগাতি থানা পুলিশের সব সদস্য সাংবাদিক ও স্থানীয় জনপ্রতিনিধি এবং জনসাধারণের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

ওসি সুকান্ত সাহা ২০০৭ সালে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) পদে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। ২০১৭ সালে তিনি পুলিশ পরিদর্শক হিসেবে পদোন্নতি লাভ করেন।  তিনি নড়াইল জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ(ওসি) হিসেবে দায়িত্ব পালন করেছেন।  এর আগে তিনি নড়াইল সদর থানার ওসি (তদন্ত)ছিলেন।