Home আন্তর্জাতিক প.বঙ্গে লকডাউনে মিষ্টির দোকানকে ছাড়

প.বঙ্গে লকডাউনে মিষ্টির দোকানকে ছাড়

কলকাতা: দুধ বিক্রেতাদের সমস্যা বিবেচনায় পশ্চিমবঙ্গে লকডাউনের আওতা থেকে এবার মিষ্টির দোকানকে খানিকটা ছাড় দেয়া হয়েছে।

সোমবার নবান্নে পর্যালোচনা বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। বেলা ১২টা থেকে ৪টা পর্যন্ত দোকান খোলা থাকবে।’

লকডাউন শুরু হওয়ার পর থেকে দুধ বিক্রেতারা চরম সমস্যায় পড়েন। কারণ মিষ্টির দোকানগুলোই তাদের সব থেকে বড় গ্রাহক । দুধ নর্দমায় ফেলে দিতে বাধ্য হওয়ার পাশাপাশি আয় না হলে তারা গবাদি পশুদের প্রতিপালনের খরচ চালাবেন কিভাবে সে প্রশ্নও বড় হয়ে দেখা দেয়।

পশ্চিমবঙ্গে প্রতিদিন উৎপাদিত দুধের একটা বড় অংশ দিয়েই তৈরি হয় ছানা। যা  থেকে প্রধানত মিষ্টি তৈরি হয়। এখন লকডাউনে মিষ্টির দোকান বন্ধ থাকায় ছানার চাহিদা নেই। তার ফলে দুধেরও বিক্রি নেই। এই পরিস্থিতি মোকাবিলা করতেই আংশিক সময়ের জন্য মিষ্টির দোকানগুলোকে ছাড়।

স্বাভাবিক ভাবেই এই সিদ্ধান্তে উপকৃত হবেন দুধ বিক্রেতা থেকে মিষ্টি ব্যবসায়ীরা। কিন্তু নিত্যপ্রয়োজনীয় জিনিস কিনতে দোকান-বাজারে যেভাবে ভিড় হচ্ছে, তাতে স্যোশাল ডিসট্যান্সিং বজায় রাখা দায় হচ্ছে। এবার  মিষ্টির দোকানও খোলা থাকলে এক শ্রেণির দায়িত্বজ্ঞানহীন মানুষ বাইরে বেরোনোর নতুন অজুহাত দেখাবেন। ফলে লকডাউনের অর্থহীন হয়ে উঠবে।

বিজনেসটুডে২৪ ডেস্ক