Home সারাদেশ কুয়াশা ও হিমেল হাওয়ায় পঞ্চগড়ে জনজীবন বিপর্যস্ত

কুয়াশা ও হিমেল হাওয়ায় পঞ্চগড়ে জনজীবন বিপর্যস্ত

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

পঞ্চগড়: গত এক সপ্তাহে এখানে তাপমাত্রা ১৬ থেকে ৯ ডিগ্রি সেলসিয়াসে  উঠানামা করছে। এতে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়ে পড়েছে।

মঙ্গলবার সকাল ৯টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণগারে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। যা সারাদেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা বলে নিশ্চিত করেছেন তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ।

সন্ধ্যার পর থেকেই জেলায় উত্তর দিক থেকে হিমেল বাতাস বইতে শুরু করে। মধ্য রাত থেকে সকাল পর্যন্ত কুয়াশার চাদরে ঢাকা থাকে পঞ্চগড়।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ বলেন, পঞ্চগড় থেকে হিমালয় অনেক কাছে বলে প্রতিবছর এখানে তাপমাত্রা হ্রাস পায় এবং শীতের তীব্রতা বেশী থাকে। তাপমাত্রা আরো হ্রাস পেয়ে শীতের প্রকোপ বৃদ্ধি পেতে পারে।

এদিকে জেলা প্রশাসক জহুরুল ইসলাম বলেন, প্রতি বছর পঞ্চগড়ে শীত বেশি থাকে। এবারো শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে  প্রশাসনের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ শুরু  হয়েছে। এছাড়া সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে  আরও শীতবস্ত্র চেয়ে চাহিদাপত্র পাঠানো হয়েছে। গরীব, অসহায় এবং শীতার্তদের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে বলেও জানান তিনি।