মোঃ রবিউল ইসলাম রিপন পঞ্চগড়: পঞ্চগড়ে মহাসড়ক দুর্ঘটনা মুক্ত রাখতে এবং জনসচেতনতার লক্ষে নানা ধরনের প্রচারণার কার্যক্রম পরিচালনা করে আসছে তেঁতুলিয়া হাইওয়ে থানা।
বগুড়া রিজিয়ন-এর পুলিশ সুপারের নির্দেশনায় তেঁতুলিয়া হাইওয়ে থানার উদ্যোগে এই কার্যক্রম চলছে। এর অংশ হিসেবে পঞ্চগড় থেকে তেঁতুলিয়া পর্যন্ত প্রায় ৫৫ কিলোমিটার ব্যস্ততম মহাসড়কে সব ধরনের যানবাহনের চালককে আইন মেনে গাড়ি চালোনোর নির্দেশনা দেওয়াসহ মহাসড়কের বিভিন্ন স্থানে ফিডার রোডে সাইনবোর্ড স্থাপন, লিফলেট বিতরণসহ পথসভার মাধ্যমে জনসচেতনতামূলক প্রচারনা চালিয়ে যাচ্ছে তারা। মহাসড়কে অবৈধ থ্রি হুইলার পরিহার করার অনুরোধের পাশাপাশি চালকদের আইনের আওতায় এনে নিয়মিত মামলা দায়ের করছে হাইওয়ে পুলিশ। এদিকে মহাসড়ক দুর্ঘটনা মুক্ত রাখতে পুলিশের এই প্রচারণার অভিযানকে স্বাগত জানান গাড়িচালক ও পথচারীরা।
তেঁতুলিয়া হাইওয়ে থানার কর্মকর্তা মোঃ লুৎফর রহমান জানান, শুধু নিরাপদ সড়ক দিবসেই নয়, বরং মহাসড়কে দুর্ঘটনা এড়াতে এবং জনসচেতনতার লক্ষে সাপ্তাহিক রুটিন অনুযায়ী নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। অবৈধ যানবাহন চলাচলকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে