মর্জিনা বেগম, পঞ্চগড় থেকে: এখানে দু’দিন ধরে বয়ে যাচ্ছে তীব্র শৈত্যপ্রবাহ। তাপমাত্রা নেমে গেছে এক অঙ্কে। হাড় কাঁপানো কনকনে শীত এ জনপদের মানুষ কাবু । হিমালয় থেকে ধেয়ে আসা মাঝারি শৈত্যপ্রবাহের ফলে আবহাওয়ার এমন রূপ ।
হিমালয় কন্যা পঞ্চগড়ে গত দুদিন ধরে বইছে মাঝারি শৈত্য প্রবাহ। তাপমাত্রা নেমে এসেছে এক অঙ্কে। শনিবার সকাল নয়টায় ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। পঞ্চগড় ও কুড়িগ্রামের রাজারহাটে যৌথভাবে দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে। শুক্রবার এখানে ৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। আবহাওয়া অফিসের ভাষায় ৬-৮ এর মধ্যে তাপমাত্রা বিরাজ করলে মাঝারি শৈত্য প্রবাহ বলা হয়। সকাল ১০ টার পর সূর্যের দেখা মিললেও তাপ ছড়াতে পারেনি।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাসেল শাহ জানিয়েছেন, ৩-৪ দিন এখানে মৃদু থেকে মাঝারি শৈত্য প্রবাহ বয়ে যাবে। শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ে। বাতাসের পরিমাণ বেড়ে যাওয়ার কারণে প্রচণ্ড শীত অনুভূত হচ্ছে। তাপমাত্রার পারদ কমছে। এমন আবহাওয়া অপরিবর্তিত থাকতে পারে। এখন চলছে মাঝারি শৈত্য প্রবাহ।