Home Third Lead পঞ্চগড়ে দেশের বৃহত্তম মাল্টাবাগান

পঞ্চগড়ে দেশের বৃহত্তম মাল্টাবাগান

রবিউল ইসলাম রিপন
পঞ্চগড়: বোদায় গড়ে উঠেছে দেশের সবচেয়ে বড় মাল্টা বাগান। বনগ্রাম ইউনিয়নের টেকপাড়ায় ৬০ বিঘার ওপর এই বাগান।

পঞ্চগড়ে বানিজ্যিক ভাবে মাল্টা চাষ শুরু হয়েছে। মাল্টা বাগান করে অনেকে লাভবান হচ্ছেন। কৃষি বিভাগ জানিয়েছে পঞ্চগড়ের বোদায় দেশের বৃহত্তম মাল্টা বাগান হয়েছে। সৈয়দ মাহফুজুর রহমান সেলিম নামের এক ব্যক্তি ৬০ বিঘা জমিতে মাল্টা বাগান করেছেন। বাগানটি দেশের বৃহত্তম মাল্টা বাগান।

কৃষি সম্প্রসারণ বিভাগের মহাপরিচালক আসাদুল্লাহ শনিবার (৪ সেপ্টেম্বর) বোদা উপজেলার বেংহারী বনগ্রাম ইউনিয়নের টেকরাপাড়ায় সৈয়দ মাহফুজুর রহমান সেলিমের ৬০ বিঘার মাল্টা বাগান, বোদা পৌর এলাকার প্রামানিক পাড়ায় সাবেক উপাধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা তরিকুল আলম ও চন্দবাড়ি ইউনিয়নের বানিয়াপাড়ায় আসাদুজ্জামান রিপনের মাল্টাবাগান পরিদর্শন করেন। এসময় তার সাথে অতিরিক্ত পরিচালক ড.মাহবুবুর রহমান, লেবু চাষ প্রকল্পের প্রকল্প পরিচালক ফারুক আহমেদ, উপ-পরিচালক কৃষিবিদ মিজানুর রহমান ও বোদা উপজেলা কৃষি অফিসার আল মামুন অর রশিদ উপস্থিত ছিলেন।