পঞ্চগড়ের বোদা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার বড়শশী ইউনিয়নের বগদুলঝুলা বাজার থেকে দশ জুয়াড়িকে জুয়াখেলার সরঞ্জাম ও জুয়া খেলার টাকাসহ আটক করেছে।
রবিবার ২২ আগষ্ট রাতে তাদের আটক করা হয়। এসময় শাহ আলম নামের অপর একজন পালিয়ে গেছে। আটক কৃতরা হলেন,গোলাম রব্বানী(৫৬),আব্দুস সামাদ(৩৯),আব্দুল ওয়াদুদ(৫১),জুয়েল(৩৬), মালু মিয়া(৪২),জাহাঙ্গীর (৩২). আকতার (৩২), ময়নুল(৩২), মজিবর(৩৩) ও রমজান আলী আটক কৃতদের সবার বাড়ি বড়শশী ইউনিয়নে। এ ব্যাপারে বোদা থানায় একটি জুয়া আইনে মামলা দায়ের করা হয়েছে। আটক কৃতদের সোমবার আদালতে প্রেরণ করা হয়েছে। বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সাঈদ চৌধুরী দশ জুয়ারী আটক ও মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
পঞ্চগড়ে মাতৃত্বকালীন ভাতা সুবিধা ভোগীদের দুই দিন ব্যাপী প্রশিক্ষণ শুরু
মাতৃত্বকালীন ভাতা সুবিধা ভোগীদের দুই দিন ব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা সোমবার পঞ্চগড়ের বোদা উপজেলা ময়দানদিঘী ইউনিয়ন পরিষদ হলরুমে শুরু হয়েছে। ময়দানদিঘী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল জব্বারের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় মাতৃত্বৃকালীন ভাতা সুবিধা ভোগীদের প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা একেএম ওয়াহিদুজ্জামান। উদ্বোধনী সভায় বোদা উপজেলা প্রেসক্লাবের সভাপতি বক্তব্য রাখেন। প্রশিক্ষণে ওই ইউনিয়নের ৮৫ জন মাতৃত্বকালীন ভাতা সুবিধা ভোগী অংশ নেয়। উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর এই প্রশিক্ষণের আয়োজন করে।