Home রাজনীতি পটুয়াখালীতে মহিলা আওয়ামীলীগের ৫৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী

পটুয়াখালীতে মহিলা আওয়ামীলীগের ৫৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী

বর্ণাঢ্য আনন্দ র‌্যালি
রাকিবুল ইসলাম তনু, পটুয়াখালী থেকে: নানা আয়োজনে মহিলা আওয়ামীলীগের ৫৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে পটুয়াখালীতে । সকাল ১০টায় জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি ও  পটুয়াখালী মহিলা সংরক্ষিত আসনের সংসদ সদস্য কাজী কানিজ সুলতানা হেলেনের নেতৃত্বে একটি বর্ণাঢ্য আনন্দ র‌্যালি বের করা হয়।
র‌্যালিটি সার্কিট হাউজ থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে বঙ্গবন্ধুর মুরালে তার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।

মহিলা আওয়ামীলীগ
পরে জেলা আওয়ামীলীগ কার্যালয় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি কাজী আলমগীর, সাধারণ সম্পাদক ভিপি আবদুল মান্নান, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান সোহানা হোসেন মিকিসহ মহিলা আওয়ামীলীগের কয়েক শতাধিক নেতাকর্মী।