Home Second Lead পরিবহন ধর্মঘট প্রত্যাহারের আহ্বান, রবিবার ভাড়া নিয়ে বৈঠক

পরিবহন ধর্মঘট প্রত্যাহারের আহ্বান, রবিবার ভাড়া নিয়ে বৈঠক

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

ঢাকা:পরীক্ষার্থী এবং জনগণের দুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে পরিবহন মালিক-শ্রমিকদের ধর্মঘট প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শুক্রবার (৫ নভেম্বর) সকালে তার বাসভবনে ব্রিফিংকালে পরিবহন মালিক-শ্রমিকদের প্রতি এই আহ্বান জানিয়ে তিনি বলেন, আগামী রবিবার (৭ নভেম্বর) বিআরটিএ’র ভাড়া পুনর্নির্ধারণ কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে সংশ্লিষ্ট স্টেক হোল্ডারদের সঙ্গে আলাপ আলোচনা করে বাস্তবভিত্তিক মূল্য সমন্বয়ের মাধ্যম জনগণের ওপর বাড়তি চাপ সহনীয় পর্যায়ে রাখার চেষ্টা করা হবে।