২০৩ আসনে এগিয়ে তৃণমূল, ৮০ টিতে বিজেপি
বিজনেসটুডে ডেস্ক
প্রচার, পাল্টা প্রচার, কুকথার বর্ষণ, আক্রমণ-প্রতি আক্রমণ—এসব কিছু পার করে ভোট শেষ হয়েছে প্রতিবেশি পশ্চিমবঙ্গে, আট দফা ধরে। সেসবের পর আজ রবিবার রায় ঘোষণা হবে। আজই ঠিক হবে, কার হাতে থাকবে বাংলার ক্ষমতা? ঠিক হয়ে যাবে, প্রত্যাবর্তন আসছে নাকি পরিবর্তন?
ঠিক সময়মতো, সকাল ৮টা থেকে ভোটগণনা শুরু হয়েছে। করোনা সুরক্ষাবিধির কথা মাথায় রেখে এবার ভোটগণনা পর্ব চলছে। এ জন্য বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে সারা রাজ্যজুড়ে। পদ্মফুল না জোড়াফুল—কাকে বেছে নেবে রাজ্য, তাই নিয়েই টানটান উত্তেজনা।
২০৩টি আসনে এগিয়ে তৃণমূল, বিজেপি এগিয়ে মাত্র ৮০টি আসনে। সংখ্যাগরিষ্ঠতার পথে তৃণমূল। বিকেলেই ভার্চুয়াল প্রেস কনফারেন্স করতে পারেন মমতা।
তৃণমূল কংগ্রেস ২০৩
বিজেপি ৮০