২০০ মানুষ ১৩ ঘণ্টায়ও গণনা শেষ করতে পারেননি
বিজনেসটুডে২৪ প্রতিনিধি
কিশোরগঞ্জ: ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে পাওয়া গেল কোটি কোটি নগদ টাকা, ডলার, সোনার গহনা। ৯টি লোহার সিন্দুকে এসব পাওয়া গেছে। রাত ৯ টায় এ প্রতিবেদন তৈরি পর্যন্ত হিসাব-নিকাশ চলছি। সকাল সাড়ে সাতটায় তা শুরু হয়েছে। দু’শতাধিক ব্যক্তি গণনায় নিয়োজিত রয়েছেন।
৩ মাস ২০ দিন পর শনিবার মসজিদের ৯টি সিন্দুক খোলা হয়েছে। সেখানে পাওয়া মুদ্রা ও গহনা ২৩টি বস্তায় ভর্তি করা হয়েছে। তারপর একটি করে বস্তা খুলে গণনা করা হচ্ছে। শেষ সংবাদ পাওয়া পর্যন্ত ৫ কোটি ৮৭ লাখ টাকা পাওয়া গেছে। গণনা তখনও চলছিল। সেখানে রয়েছে বৈদেশিক মু্দ্রা, সোনা ও রূপার গহনা।
মানুষ নানা উদ্দেশ্যে এই মসজিদে দান করেন। দানের অর্থ পাগলা মসজিদসহ জেলার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও এতিমখানার পাশাপাশি সমাজকল্যাণমূলক কাজে ব্যয় হয়। করোনাকালে রোগীদের সেবায় নিয়োজিত শহিদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের ৮০ জন স্বেচ্ছাসেবককেও অনুদান দেওয়া হয়েছিল পাগলা মসজিদের টাকা থেকে।