Home শিক্ষা পানছড়ির দু’বোনের পড়াশোনার ব্যবস্থা করে দিল ছাত্র পরিষদ

পানছড়ির দু’বোনের পড়াশোনার ব্যবস্থা করে দিল ছাত্র পরিষদ

ইয়াছমিন ও ফারজানা
সংবাদদাতা , পানছড়ি ( খাগড়াছড়ি) থেকে: পানছড়ি উপজেলার সদর ইউনিয়নের ৪নং ওয়ার্ড মোহাম্মদপুর এলাকার প্রতিবন্ধী ইয়াছিন মিয়ার অর্থাভাবে পড়ালেখা বন্ধ হওয়া দুই মেয়ে ইয়াছমিন (একাদশ শ্রেণি) আক্তার  ও ফারজানা আক্তারের( নবম শ্রেণি ) পড়াশোনার দায়িত্ব নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটি।
সেই অনুযায়ী মঙ্গলবার দুইবোনের জন্য পানছড়ি মহিলা কলেজে ভর্তি করানো, গাইড, ড্রেসসহ যাবতীয় ব্যবস্থা সম্পন্ন করলেন পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ এর নেতৃবৃন্দ।
 ছাত্র পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ পানছড়ি এসে তাদের জন্য বই ও কলেজে ভর্তিসহ সব ব্যবস্থা করে দেন। এ সময় উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ খাগড়াছড়ি জেলা কমিটির আহবায়ক সুমন আহমেদ, যুগ্ম আহ্বায়কঃ মোঃ রনি সদস্য সচিব মেহেদী হাসান, দৈনিক আজকের জনবাণী পত্রিকার পানছড়ি উপজেলা প্রতিনিধি  মিঠুন সাহা।
 সুমন আহমেদ জানান, ভবিষ্যতে তাদের পড়ালেখাকে এগিয়ে নিতে সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে।
‘পানছড়িতে অর্থাভাবে দুই বোনের পড়ালেখা অনিশ্চিত, বিত্তবানদের সহযোগিতা কামনা ‘  এই শিরোনামে গত ১৫ জানুয়ারি  দৈনিক আজকের জনবাণী পত্রিকা একটি সংবাদ প্রকাশ করে। তারপর দিন বিষয়টি নজরে এনে গুরুত্ব সহকারে তুলে ধরেন খাগড়াছড়ি জেলার তরুণ সাংবাদিক অপু দত্ত। এই নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের জন্য সহযোগিতা কামনা করেন।পাশাপাশি তাদের সারা মাসের খাতা কলমসহ শিক্ষাসামগ্রী দেওয়ার দায়িত্ব নেন স্বপ্নশিখা ফাউন্ডেশন নামের একটি সামাজিক সংগঠন ।