বিজনেসটুডে২৪ ডেস্ক
পরিবহন শ্রমিকদের মারধর করাসহ চাঁদা আদায়ের প্রতিবাদে পাবনার সকল রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু হয়েছে।
বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) ভোর ৬টা থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট পালন করছে পাবনা জেলা পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ।
জেলা পরিবহন মালিক সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাবিব বিষয়টি নিশ্চিত করেন।
হাবিবুর রহমান হাবিব জানান, সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরে পাবনা থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী গাড়ি চলাচলে বাধা সৃষ্টি করাসহ অতিরিক্ত চাঁদা আদায় এবং পরিবহন চালক ও যাত্রীদের মারধর করার ঘটনাসহ হয়রানির ঘটনা ঘটছে দীর্ঘদিন ধরে। বিষয়টি নিয়ে সিরাজগঞ্জ পরিবহন মালিক ও শ্রমিক সমিতি, শাহজাদপুর পরিবহন মালিক ও শ্রমিক সংগঠন এবং সড়ক পরিবহন ফেডারেশনের নেতাদের সঙ্গে কয়েক দফা আলোচনা করেও কোনো সমাধান হয়নি।
গত ২৭ ডিসেম্বর পাবনা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে প্রশাসনের কাছে বিষয়টির স্থায়ী সমাধান দাবি করেন পাবনার পরিবহণ মালিক শ্রমিক ঐক্য পরিষদ। সেখান থেকে তিনদিনের আল্টিমেটাম দিয়ে জানানো হয়, এর মধ্যে সমাধান না হলে বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দেওয়া হবে। কিন্তু এখন পর্যন্ত উদ্ভূত সমস্যার সমাধান না হওয়ায় এই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। সমাধান না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে।
পাবনা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি ফিরোজ খান বলেন, সড়কপথের চাঁদাবাজি বন্ধসহ ছয় দফা দাবিতে পাবনা মোটর মালিক ও শ্রমিক ঐক্য পরিষদ মিলে সোমবার ৭২ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়। নির্ধারিত সময়ে কোনো সমাধান না হওয়ায় বৃহস্পতিবার ভোর থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, পাবনা থেকে দেশের প্রায় ২২টি জেলায় গাড়ি চলাচল করে। ধর্মঘট চলাকালে পাবনা থেকে সব রুটের যানবাহন চলাচল বন্ধ থাকবে। পাবনার ওপর দিয়ে চলাচলকারী অন্যান্য জেলার যানবাহন চলাচলও বন্ধ থাকবে।
এর আগে বুধবার সমস্যা সমাধানের জন্য চেষ্টা অব্যাহত রেখেছে বলে জানিয়েছেন পাবনার জেলা প্রশাসক কবির মাহমুদ। সিরাজগঞ্জ জেলা প্রশাসন ও মালিক শ্রমিক সংগঠনের নেতাদের সঙ্গে কথা বলে দ্রুত সমস্যা সমাধান করারও আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক।