Home সারাদেশ পার্বত্যাঞ্চলের প্রথম  শহীদ মিনার সংরক্ষণের আহ্বান

পার্বত্যাঞ্চলের প্রথম  শহীদ মিনার সংরক্ষণের আহ্বান

পার্বত্যাঞ্চলের প্রথম শহিদ মিনার
মোঃ মাসুদ রানা, রামগড় (খাগড়াছড়ি) থেকে :পার্বত্য অঞ্চলে সর্বপ্রথম শহীদ মিনারের মূল স্তম্ভ র্নিমিত হয়েছিল
রামগড় সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ১৯৬৮ সালে। তৎকালীন রামগড় মহকুমার অনারারি ম্যাজিস্ট্রেট মং-ম্রাইহ্লাপ্রু চৌধুরীর সহায়তায় এই মিনারটি নির্মাণ করা হয়। আজ বিভিন্ন স্থানে অনুষ্ঠিত আলোচনা সভা থেকে শহিদ মিনারটি সংরক্ষণের দাবি জানানো হয়।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে  রামগড় উপজেলা প্রশাসনের উদ্যোগে রামগড় লেকস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে রাত ১২.১মিনিটের সময় উপজেলা নির্বাহী অফিসার খোন্দকার মোহাম্মদ ইখতিয়ার উদ্দিন আরাফাত এর নেতৃত্বে পুষ্পমাল‍্য অর্পণ করেন উপজেলা প্রশাসন।
উপজেলা পরিষদ, রামগড় পৌরসভা,রামগড় উপজেলা আওয়ামীলীগ, রামগড় উপজেলা বিএনপি,  রামগড় প্রেস ক্লাব, রামগড় উপজেলা প্রেস ক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক দল, সরকারি -বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসহ সর্বস্তরের জনগন পুষ্পস্তবক অর্পন করেন শহিদ মিনারে।
২১ ফেব্রুয়ারি সকাল ১১টার সময়  রামগড় উপজেলা টাউন হল প্রাঙ্গণে উপজেলা নির্বাহী অফিসার খোন্দকার মোহাম্মদ ইখতিয়ার উদ্দিন আরাফাত এর  সভাপতিত্বে ও উপজেলা সহকারী শিক্ষা অফিসার উম্রাচিং চ‍ৌধুরীর সঞ্চালনায় এক আলোচনা সভার আয়োজন করা হয়।
  সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগড় পৌরসভার প‍্যানেল মেয়র ২ কাজী আবুল বসর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাবিবা মজুমদার, রামগড় থানার (ওসি) মোঃ শামসুজ্জামান, উপজেলা মৎস্য অফিসার বিজয় কুমার দাস, তথ্য অফিসার বেলায়েত হোসেন, রামগড় ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা মোহাম্মদ ইফতেখার উদ্দিন, কৃষি সম্প্রসারণ  অফিসার রাশেদ চৌধুরী, আইসিটি প্রোগ্রামার রেহান উদ্দিন, রামগড় সরকারি উচ্চ বিদ‍্যালয়ের (ভারপ্রাপ্ত )প্রধান শিক্ষক আব্দুল কাদের, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ইলিয়াস হোসেন, খাদ্য কর্মকর্তা আসাদ ভুঁইয়া, সমাজসেবা অফিসার আন্জুমান আরা আন্জুম,উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আবুল কালাম আজাদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার মিসেস জান্নাতুল মাওয়া প্রমুখ।