Home তথ্য প্রযুক্তি জেনে নিন, কোন কোন পাসওয়ার্ড-এর ব্যবহার সর্বাধিক

জেনে নিন, কোন কোন পাসওয়ার্ড-এর ব্যবহার সর্বাধিক

বিজনেসটুডে২৪ ডেস্ক

বর্তমানে ইন্টারনেট ছাড়া আমরা অচল। সেই ইন্টারনেট ব্যবহারের জন্য আবার দ্বারস্থ হতে হয় বিশেষ নজরাধীন ব্যবস্থার। যার জন্য আসে পাসওয়ার্ড। যা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ জিনিস। এজন্য একটু বাড়তি সতর্কতা প্রয়োজন সবারই। অনেকেই হয়তো জানেন না, একটা ভাল পাসওয়ার্ড আপনাকে অনেকটাই সুরক্ষিত রাখতে পারে। অনেকে দিনের পর দিন পাসওয়ার্ড বদল করেন না। এটা কিন্তু বড় ভুল। এই নিয়ে একটি মজার তথ্য ভাগ করে নিই আপনাদের সঙ্গে। সেটি হল আপনি কি জানেন ২০২৩ সালে সবচেয়ে বেশি ব্যবহার হওয়ার পাসওয়ার্ড কোনগুলো! যার বেশিরভাগই হ্যাকাররা এক মিনিটে হ্যাক করেছে।

দেখে নিন সব থেকে বেশি ব্যবহার হওয়া পাসওয়ার্ডগুলো-

123456, admin, 12345678, 1213456789, 12345, password, aa123456, 1234567890, unknown, 123457, 123123, admin123, user, 1111, p@sswOrd, 654321, pass@123

উপরুক্ত লিখিত পাসওয়ার্ড গুলির কোনও তা ব্যবহার হয়েছে ১০-৪৫ লাখেরও বেশিবার। এ ক্ষেত্রে পাসওয়ার্ড মজবুত করতে সব সময় ছোট হাতের এবং বড় হাতের অক্ষর, সংখ্যা এবং স্পেশাল ক্যারেক্টারের মিশ্রণে পাসওয়ার্ড তৈরি করুন। শুধু সংখ্যা ও শব্দ মিলিয়ে পাসওয়ার্ড দিলে কিন্তু ঝুঁকি থেকে যাবে।