কলাপাড়া (পটুয়াখালী) থেকে মোহাম্মদ রুমী শরীফ:কলাপাড়ায় ১৩২০ মেগাওয়াট পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রে শ্রমিক অসন্তোষের জেরে উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।
বাঙালী শ্রমিক ও বিদ্যুৎ কেন্দ্রের নিরাপত্তা কর্মীদের মধ্যে সংঘর্ষে সজিব (২৫) নামের এক নিরাপত্তাকর্মী আহত হয়েছে। ভাংচুর করা হয়েছে বিদ্যুৎ কেন্দ্রের গেটের নিরাপত্তাকর্মী বক্স। মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত দফায় দফায় কলাপাড়ার ধানখালী ইউনিয়নের ফুলতলী বাজারের নির্মানাধীন পাওয়ার প্লান্টে এ ঘটনা ঘটে। কয়েক শত শ্রমিক গেটের সম্মুখে বিক্ষোভ করেছে। নিয়ম অনুসারে বেতন ভাতা না দেয়া, নোংরা ক্যান্টিনে থাকতে বাধ্য করা, সামান্য ত্রুটি বিচ্যূতিতে মোটা অংকের জরিমানা করা ইত্যাদি অভিযোগ তাদের। আর এ সবের প্রতিবাদ করায় ছাঁটাই এবং ভিতরে প্রবেশ করতে না দেয়ায় উত্তেজনা তৈরি হয়।
তাপবিদ্যুৎ কেন্দ্রের তত্ত্বাবধায়ক প্রকোশলী ইকবাল করিম বলেনে, এটি একটি অনাকাঙ্খিত ঘটনা। শ্রমিকদের সাথে সমঝোতা বৈঠক হয়েছে। তারা ইতিমধ্যে কাজে যোগদান করেছে।
পটুয়াখালী অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোহাম্মদ মাহফুজুর রহমান সাংবাদিকদের বলেন, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রনে রয়েছে। যে কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে পাওয়ার প্লান্ট এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।