চট্টগ্রাম: কর্পোরেট প্রতিষ্ঠান পিটুপি ও এটিএস গ্রুপের এভারকেয়ার হাসপাতাল চট্টগ্রামের মধ্যে সম্প্রতি একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হয়েছে। এর ফলে এখন থেকে ‘পিটুপি’র সকল সদস্য ও কর্মী, উইকন প্রপার্টিজ, এক্সপেরিয়েন্স সেন্টারসহ পিটুপি’র সব সহপ্রতিষ্ঠানের সকল সদস্য ও কর্মী, তাদের পরিবার এবং পিটুপি’র অগ্রাধিকারপ্রাপ্ত গ্রাহকরা চট্টগ্রামের ‘এভারকেয়ার হাসপাতালে’ বিশেষ সুবিধা ও অগ্রাধিকার পাবেন।
সমঝোতা স্মারকে পিটুপি’র পক্ষে স্বাক্ষর করেন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ ফাহিম এবং এভারকেয়ার হাসপাতালের পক্ষে স্বাক্ষর করেন চিফ অপারেশন অফিসার সমীর সিং। এ সময় এভারকেয়ার হাসপাতালের ডিজিএম (বিজনেস ডেভেলপমেন্ট) বিনোদ সিং, পিটুপি’র কনসালট্যান্ট (সেলস অ্যান্ড মার্কেটিং কমিউনিকেশন) মোহাম্মদ হাসান ও অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (কর্পোরেট রিলেশন) রঞ্জন কুমার দাস উপস্থিত ছিলেন।
সংবাদ বিজ্ঞপ্তি