দরবৃদ্ধির শীর্ষে পদ্মা লাইফ
বিজনেসটুডে২৪ প্রতিনিধি
ঢাকা: সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জ ( ডিএসই ) তে রবিবারের তুলনায় লেনদেন বেড়েছে ৫০০ কোটি টাকা। মোট লেনদেন হয়েছে ২ হাজার ৭০৬ কোটি ৩১ লাখ ৮১ হাজার টাকা। আগের দিনে হয়েছিল ২ হাজার ২১৮ কোটি ৮৮ লাখ ৮৯ হাজার টাকা।
সোমবার দরবৃদ্ধির শীর্ষে ছিল পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স। শেয়ারটি সর্বশেষ ৩৮ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়েছে। ১৩ লাখ ৪৪ হাজার ৪৩৫টি শেয়ার লেনদেন হয়।
লেনদেন হওয়া ৩৭৬টি কোম্পানির মধ্যে শেয়ারের দাম বেড়েছে ১৬৬ কোম্পানির এবং কমেছে ১৮৩ কোম্পানির। এ ছাড়া দাম অপরিবর্তিত রয়েছে ২৭টি কোম্পানির শেয়ারের।
ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৮৪ দশমিক ৩২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৮৪৪ পয়েন্টে। শরিয়াহভিত্তিক কোম্পানি নিয়ে গঠিত ডিএসইএস ১৮ দশমিক ১৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৪৭৯ পয়েন্টে।
বাছাই করা কোম্পানি নিয়ে গঠিত ডিএস-৩০ সূচক ২৮ দশমিক ০৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৪৫১ পয়েন্টে।
চিটাগাং স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই আগের দিনের তুলনায় ২০৮ দশমিক ২২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৯ হাজার ৯২১ পয়েন্ট। লেনদেন হয়েছে মোট ১০০ কোটি টাকা।
ডিএসইতে টপ টেন বা দর বৃদ্ধির শীর্ষ দশের তালিকায় দ্বিতীয় স্থানে ছিল সাউথবাংলা এগ্রিকালচারাল অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেড। দর বৃদ্ধি পায় ১ টাকা ৯০ পয়সা বা ৯.৮৪ শতাংশ। কোম্পানিটির শেয়ার সর্বশেষ ২১ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়।
তৃতীয় স্থানে থাকা জনতা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের দর ৪ টাকা ৬০ পয়সা বা ৯.৪৩ শতাংশ বৃদ্ধি পায়। এ কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৫৩ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়।
তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে— ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স, প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, সুহৃদ ইন্ডাস্ট্রিজ, সোনালী লাইফ ইন্স্যুরেন্স, ফরচুন সুজ, শাহজিবাজার পাওয়ার কোম্পানি ও ইনটেক অনলাইন লিমিটেড।