Home Third Lead পুঁজিবাজারের জন্য সব ব্যাংককে তহবিল গঠনের নির্দেশ

পুঁজিবাজারের জন্য সব ব্যাংককে তহবিল গঠনের নির্দেশ

বিজনেসটুডে২৪ ডেস্ক

ঢাকা: দেশের অর্থনীতিকে গতিশীল করতে পুঁজিবাজারকেও গতিশীল করতে বদ্ধ পরিকর সরকার। এজন্য সব ব্যাংককে পুঁজিবাজারে বিনিয়োগ করার জন্য ২০০ কোটি টাকার তহবিল গঠন করতে বলেছে বাংলাদেশ ব্যাংক। তহবিলের বিনিয়োগ নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে দেশের কেন্দ্রীয় ব্যাংক।

সোমবার (২৭ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক মো. আনোয়ারুল ইসলাম সই করা একটি চিঠি সকল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের কাছে পাঠানো হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, সুকুকে বিনিয়োগে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনায় গ্রিন সুকুকে বিনিয়োগের সুযোগ রেখে ২০২০ সালের ১০ ফ্রেব্রুয়ারি জারিকৃত আদেশে বেশ কিছু সংযোজন দেয়া হয়েছে।

প্রজ্ঞাপন অনুসারে, পুঁজিবাজারে বিনিয়োগের উদ্দেশ্যে গঠিত ২০০ কোটি টাকার তহবিলের সম্পূর্ণ অংশ (লভ্যতা অনুসারে) ন্যূনতম ৭০% সৌর বিদ্যুৎ, বায়ুশক্তি চালিত বিদ্যুৎ, জল বিদ্যুৎ, বায়োমাস ইত্যাদি নবায়নযোগ্য শক্তি প্রকল্পে বিনিয়োগের উদ্দেশ্যে বেসরকারি উদ্যোক্তা কর্তৃক ইস্যুকৃত তালিকাভুক্ত বা সাবস্ক্রিপশন ক্লোজিং-এর তারিখ হতে এক বছরের মধ্যে তালিকাভুক্ত হবে এরূপ ১০০% অ্যাসেট ব্যাকড গ্রীন সুকুক-এ বিনিয়োগ করা যাবে।

কোন ধরনের সুকুকে বিশেষ তহবিলের টাকা বিনিয়োগ করা যাবে, তার বৈশিষ্ট্য নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। প্রজ্ঞাপন অনুসারে, Istisna Sukuk, Salam Sukuk ও Ijarah Sukuk এবং এই ৩ ধরনের সুকুকের সমন্বয়ে গঠিত হাইব্রিড সুকুকে এ অর্থ বিনিয়োগ করা যাবে।