বিজনেসটুডে২৪ ডেস্ক
ত্বকের প্রয়োজনে অনেক কিছুই ব্যবহার করা হয়ে থাকে । সেগুলির আদৌ কোন প্রয়োজন আছে কিনা বা সেগুলো ত্বকের পক্ষে ঠিকঠাক কিনা সে বিষয়ে ধারণা আমাদের থাকেনা । পুষ্টির জন্য সারাদিনে এক থেকে দুইবার টোনার লাগানো খুবই জরুরি । তবে সব টোনার কি সকলের পক্ষে উপযুক্ত ? টোনার ত্বকের নির্জীব ভাব দূর করে তাকে ফ্রেশ রাখে ।
সবসময়ই নিজের ত্বকের ধরন অনুযায়ী যেকোন প্রসাধনী ব্যবহার করা উচিত ।আর যদি রূপচর্চায় থেকে থাকে ঘরোয়া রূপটান , তাহলে তো কথাই নেই । মিন্ট টোনার খুব সহজেই বানানো যায় ।আর এর উপকারীতাও প্রচুর ।সবার ত্বক একরকম হয়না ।কারোর ত্বক শুষ্ক , কারোর তৈলাক্ত ।তবে মিন্ট টোনার এই দুই ধরনের ত্বকেই ব্যবহার করা যেতে পারে ।তাহলে জেনে নেওয়া যাক কিভাবে মিন্ট টোনার বাড়িতে বানিয়ে ফেলা যায় ।
উপকরণ – পুদিনাপাতা ও পানি
পদ্ধতি –
খুব ভালো করে প্রতিটি পাতা ধুয়ে নিন যাতে ধুলোবালি ও ময়লা লেগে না থাকে ।
দেড় কাপ পানিতে প্রায় তিন থেকে পাঁচ মিনিট পাতাগুলো ফোটান ।
পানি ছেঁকে নিন ও পাতাগুলি ফেলে দিন ।
ফ্রিজে রেখে দিন ।
ফ্রিজে রাখতে একদমই ভুলবেন না
পাঁচ দিনের মত সংরক্ষন করবেন । তার বেশী না হওয়াই ভালো ।
যখন খারাপ গন্ধ বেরোতে শুরু করবে তখনই ফেলে দিয়ে নতুন বানিয়ে নিন ।
কিভাবে ব্যবহার করবেন
তুলো দিয়ে আলতো করে লাগিয়ে নিন মুখে । তারপর ময়েশ্চারাইজার লাগাতে ভুলবেন না ।
দিন ও রাত উভয় সময়েই ব্যবহার করা যেতে পারে ।
এই টোনার জৈব প্যারাবেন মুক্ত ও আ্যলকোহল মুক্ত ।তাই এতে কেমিক্যালের পরিমাণ খুব কম ।এর ব্যবহারে ত্বক উজ্জ্বল হবে ও দাগছোপ উঠে যাবে । অতিরিক্ত সিবাম এবং ব্যাকটেরিয়া দূর করে লোমকূপগুলো পরিষ্কার রাখতে এটি বেশ কার্যকরী ।