Home চট্টগ্রাম শতাধিক দোকান উচ্ছেদ পূর্ব মাদারবাড়িতে

শতাধিক দোকান উচ্ছেদ পূর্ব মাদারবাড়িতে

ছবি: জাহাঙ্গীর আলম
  • কর্পোরেশনের ৭ একর জায়গা উদ্ধার

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

চট্টগ্রাম: অবশেষে আজ রবিবার ( ৮ নভেম্বর ) বেদখলমুক্ত হলো সিটি কর্পোরেশনের ৭ একর জায়গা।

পূর্ব মাদারবাড়ি এলাকায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মালিকানাধীন পোর্ট সিটি হাউজিংয়ে ঐ জায়গা দীর্ঘদিন যাবৎ বেদখলে ছিল। সেখানে শতাধিক দোকান ও অন্যান্য স্থাপনা গড়ে উঠে।

জানা যায়, একটি গোষ্ঠি সেখান থেকে কোটি কোটি টাকা অবৈধ আয় করে। কিন্তু অজ্ঞাত কারণে উচ্ছেদ করা হয়নি অবৈধ দখলদারদের। এদের উচ্ছেদে রবিবার কর্পোরেশন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী ও স্পেশাল ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা ও দায়রা জজ) জাহানারা ফেরদৌসের নেতৃত্বে উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।

শতাধিক অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদের পর ওই জায়গা কর্পোরেশনের ভুসম্পত্তি শাখাকে বুঝিয়ে দেয়া হয়।

অভিযানেকালে কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারি, সদরঘাট থানা পুলিশ, ৩০ আনসার ব্যাটালিয়ানের সদস্যরা ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন।