বিজনেসটুডে২৪ ডেস্ক
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নয়া ঝলক! অসমের নববর্ষ উদযাপনের অনুষ্ঠানে বাদ্যযন্ত্র বাজানোর চেষ্টায় মগ্ন প্রধানমন্ত্রী। দিল্লিতে অসমের নববর্ষ পালনের একটি অনুষ্ঠান চলাকালীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে একাধিক বাদ্যযন্ত্রে বাজানোর চেষ্টা করতে দেখা যায়।
দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের বাসভবনে রঙ্গিলি বিহু অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেইখানেই অসমের বিশেষ কিছু বাদ্যযন্ত্র বাজান মোদি। প্রথমেই তাঁকে দেখা যায় একটি খোল জাতীয় তালবাদ্য বাজাতে। তবে শুধু তালবাদ্যেই থেমে থাকেননি প্রধানমন্ত্রী মোদি। অসমের বিখ্যাত বাদ্য শিঙাও বাজিয়েছেন তিনি।
অসমে এই বাদ্যযন্ত্রটির নাম পেঁপা। সাধারণত মোষের শিং দিয়ে তৈরি হয় শিঙা জাতীয় এই বাদ্যযন্ত্র। দিল্লিতে রঙ্গিলি বিহু উৎসবে এটি বাজানোর চেষ্টা করছিলেন প্রধানমন্ত্রী। গত সপ্তাহেই বিহু, বৈশাখী, ওড়িয়া নববর্ষ, তামিল নববর্ষ পুথান্ডু, মহাবীর জয়ন্তী এবং ডঃ বাবাসাহেব আম্বেদকর জয়ন্তী উপলক্ষ্যে মানুষকে এক ট্যুইট বার্তায় শুভেচ্ছা জানান নরেন্দ্র মোদি।
অসমীয়া নববর্ষের শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী মোদি ট্যুইট করেন: “শুভ বোহাগ বিহু! এই বিশেষ উত্সব প্রাণবন্ত অসমীয়া সংস্কৃতিকেই প্রদর্শন করে। এই বিহু সবার জীবনে সুখ ও সুস্বাস্থ্য নিয়ে আসুক।”