Home দিল্লি ভারতের পেঁয়াজ রপ্তানি বন্ধ

ভারতের পেঁয়াজ রপ্তানি বন্ধ

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

ঢাকা: ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ ঘোষণা করেছে। আগামী ৩১ মার্চ পর্যন্ত প্রতিবেশি দেশটি আর পেঁয়াজ রপ্তানি করবে না বলে   এক আদেশে উল্লেখ করেছে।

অভ্যন্তরীণ বাজারে দাম নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে ভারত সরকার আগামী বছরের (২০২৪) মার্চ পর্যন্ত পেঁয়াজ রপ্তানি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে বলে সংবাদ মাধ্যমে উল্লেখ করা হয়েছে। দি ইকোনমিক টাইমসের খবরে বলা হয়েছে, মহারাষ্ট্রে অসময়ের বৃষ্টিপাতের ফলে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এতে পাইকারি বাজারে পেঁয়াজের দাম কেজি প্রতি ৪০ টাকা করে বেড়ে গেছে। দাম দ্রুত ঊর্ধ্বমুখী হওয়ায় রপ্তানি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

পেঁয়াজ রপ্তানি বন্ধের বিষয়ে ভারতের পররাষ্ট্র বাণিজ্য অধিদপ্তর এবং বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় গতকাল বৃহস্পতিবার একটি প্রজ্ঞাপন জারি করেছে। স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, এই পদক্ষেপের কারণে জানুয়ারিতে পেঁয়াজের দামে বড় ধরনের পতন ঘটবে।
সামনের বছরেই  ভারতে লোকসভা নির্বাচন ৷ দিল্লিতে পেঁয়াজের কেজি ৭-৮০ রুপি। কলকাতায় পেঁয়াজের দাম ৬০ টাকার আশেপাশে রয়েছে ৷ পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে আনতে ভারতের এই পদক্ষেপ ৷ এর আগে, অক্টোবরে উপভোক্তাদের স্বস্তি দেওয়ার জন্য খুচরা বাজারে প্রতি কেজি ২৫ টাকা ভর্তুকিযুক্ত হারে বাফার পেঁয়াজ স্টক বিক্রি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল ভারতের কেন্দ্রীয় সরকার।

চলতি অর্থবছরের ১ এপ্রিল থেকে ৪ অগস্টের মধ্যে ভারত থেকে  ৯ লাখ ৭৫ হাজার টন পেঁয়াজ রফতানি হয়েছে । মূল্যের দিক থেকে শীর্ষ তিনটি আমদানিকারক দেশ হল বাংলাদেশ, মালয়েশিয়া এবং সংযুক্ত আরব আমিরশাহী । চলমান খারিফ মরশুমে পেঁয়াজের কভারেজের ব্যবধান বৃদ্ধির খবরের মধ্যে পেঁয়াজের দাম বাড়তে শুরু করেছে ।