Home পণ্যবাজার পেঁয়াজের আইপি বন্ধ, দাম বাড়ছে

পেঁয়াজের আইপি বন্ধ, দাম বাড়ছে

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

দিনাজপুর: পেঁয়াজের আইপি ( আমদানির অনুমতি ) না থাকায় ভারত থেকে আমদানি বন্ধ হয়ে গেছে। তাতে দাম বাড়তে শুরু করেছে।  

এক সপ্তাহ পূর্বে হিলি বাজারে আমদানি করা ভারতীয় পেঁয়াজ বিক্রি হয়েছে ৩৫ টাকা কেজি। এখন বিক্রি হচ্ছে ৩৮ টাকা দরে।  আর সপ্তাহখানেক আগে দেশীয় পেঁয়াজ বিক্রি হয়েছে ৪০ টাকা কেজি। ইতিমধ্যে বেড়ে গেছে দু’টাকা। আমদানি বন্ধ থাকায় ও দেশীয় পেঁয়াজের সরবরাহ কমে যাওয়ায় দর বৃদ্ধি পেয়েছে।

হিলি স্থলবন্দরের পেঁয়াজ আমদানিকারকরা জানান, ইতিপূর্বের আইপি’র মেয়াদ শেষ হয়ে গেছে গত ২৯ এপ্রিল। আইপির জন্য আমদানিকারকরা আবেদন করেছেন। কিন্তু নতুন করে আর ইস্যু হয়নি। আমদানিকারক মোবারক হোসেন জানান, ভারত থেকে আমদানি বন্ধের কারণে দেশে ইতিমধ্যেই পেঁয়াজের দাম বাড়তির দিকে। দাম নিয়ন্ত্রণে রাখতে সরকারের পেঁয়াজ আমদানির জন্য অনুমোদন দেওয়া উচিত বলে মনে করেন তিনি।

পেঁয়াজ আমদানির জন্য আইপি ইস্যু করে কৃষি বিভাগের উদ্ভিদ সঙ্গনিরোধ দপ্তর। সেখানকারা কর্মকর্তারা জানান, স্থানীয় কৃষকদের স্বার্থে বন্ধ রাখা হয়েছে পেঁয়াজের আইপি ইস্যু। ডিসেম্বরের পর আর কোন আই পি ইস্যু হয়নি।

হিলি স্থলবন্দর দিয়ে গড়ে প্রতিদিন ২৫ থেকে ৩০ ট্রাক করে পেঁয়াজ আমদানি হতো।  স্থানীয় চাহিদা মিটিয়ে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ হতো। আইপি ইস্যু বন্ধ থাকায় একমাস ধরে আমদানি নেই।

পাবনা মেহেরপুরসহবিভিন্ন অঞ্চলে দেশীয় পেঁয়াজ উৎপাদন হয় প্রচুর।  ভারতীয় পেঁয়াজ না থাকায় এখন অনেকেই দেশীয় পেঁয়াজ মজুত করে রেখেছে। এ কারণে এসব মোকামে সংকট তৈরি হওয়ায় দাম বেড়ে গেছে।