Home Second Lead পেঁয়াজের দাম স্বাভাবিক হওয়ার আভাস

পেঁয়াজের দাম স্বাভাবিক হওয়ার আভাস

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

চট্টগ্রাম: আমদানি প্রক্রিয়া স্বাভাবিক থাকলে এবং পাইকারি বাজারে পেঁয়াজের ট্রাক পৌঁছালে দাম স্বাভাবিক হবে বলে জানিয়েছেন চট্টগ্রামের বৃহত্তর পাইকারি বাজার খাতুনগঞ্জের ব্যবসায়িরা।

সাম্প্রতিক হঠাৎ চড়া হয় পেঁয়াজের বাজার। বন্ধ হয়ে যায় আমদানি। পেঁয়াজের এই সংকট নিরসনের লক্ষ্যে বিভিন্ন দেশ থেকে পেঁয়াজ আমদানির উদ্যেগ নিয়েছে সরকার। আমদানিকৃত পেঁয়াজ দেশে পৌঁছলে এর দাম স্বাভাবিক হবে।

ব্যবসায়িরা বলছেন, মায়ানমার থেকে পেঁয়াজ আসলেও কস্টিং ৭০ টাকা কেজি। এছাড়া পাকিস্তান থেকে আমদানি করা ২০-২৫টন পেঁয়াজ চট্টগ্রাম বন্দরে রয়েছে। তবে কি পরিমাণ পেঁয়াজ আমাদের বাজারে আসবে সেটার উপর নির্ভর করছে বাজার।

এদিকে,খুচরা বাজারে ৯০-১০০ টাকা করে পেঁয়াজ বিক্রি হলেও টিসিবিতে দেশিয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩০ টাকায়।

 হামিদউল্লাহ মিয়া মার্কেটের ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইদ্রিস বিজনেসটুডে২৪ কে জানান, গত দু-চারদিন ধরে খাতুনগঞ্জে পেঁয়াজের বড় বিপণিকেন্দ্র হামিদউল্লাহ মিয়া মার্কেটে চট্টগ্রাম বন্দর থেকে কোন পেঁয়াজের গাড়ি আসেনি। (৪ অক্টোবর) রবিবার রাতে বন্দর থেকে পেঁয়াজ আসতে পারে। দেশিয় পেঁয়াজ বিক্রি হচ্ছে বাজারে, আমরা পাইকারি ৭৫ থেকে ৮০ টাকা করে পেঁয়াজ এনেছি। ফরিদপুর, পাবনা এবং কুষ্টিয়া থেকে গতকাল এবং আজকে প্রায় ২০০-২৫০ টন পেঁয়াজ আনা হয়।
আমাদের বাজারে পেঁয়াজের মজুদ নিই, দেশিয় যা আনা হয় তা বিক্রি হয়ে যায়। তুরস্ক, মিশর, হল্যান্ড, পাকিস্তান , মায়ানমার এবং ভারত থেকে পেঁয়াজ আমদানি করা হয়।