Home Second Lead সিএনজি অটোরিক্সায় পেট্রোলবোমা হামলা, দুই নারী দগ্ধ

সিএনজি অটোরিক্সায় পেট্রোলবোমা হামলা, দুই নারী দগ্ধ

আহত লায়লা বেগম। ছবি সংগৃহীত

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, চট্টগ্রাম: রবিবার ভোরে নগরীর আতুরার ডিপো এলাকায় সিএনজি চালিত অটোরিক্সায় পেট্রোল বোমা হামলায় দুই নারী গুরুতর দগ্ধ হয়েছে। তাদেরকে গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার আরও অবনতি হলে একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে বলে জানিয়েছেন হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম।

দগ্ধ দুজন হলেন রাউজান উপজেলার ছিটিয়াপাড়া শান্তিনগর এলাকার মো. আব্বাসের স্ত্রী লায়লা বেগম (৫০) ও পুত্রবধূ ঝর্ণা বেগম (৩০)।  লায়লার স্বামী মো. আব্বাস জানান, তারা কক্সবাজারের কুতুবদিয়ার একটি মাজারে যাওয়ার উদ্দেশ্যে রাউজান থেকে সিএনজিচালিত অটোরিকশায় রওনা হন। পথিমধ্যে আতুরার ডিপো এলাকায় পৌঁছালে সড়কে আগুন দেখতে পান। চালক পাশ কাটিয়ে অটোরিকশাটি নিয়ে যাওয়ার চেষ্টা করলে হঠাৎ মুখোশ পরা তিনজন  গাড়িতে পেট্রোলবোমা নিক্ষেপ করে। এতে অটোরিকশার পেছনের আসনে থাকা লায়লা বেগম ও তার পুত্রবধূ ঝর্ণা দগ্ধ হন। মো. আব্বাস আরও জানান, লায়লার শ্বাসনালি পুড়ে গেছে এবং তার দুটি আঙুলও দগ্ধ হয়েছে। পেছনের সিটে থাকা অপর পুত্রবধূ সাদিয়া অক্ষত রয়েছেন। সামনের আসনে বসা ছিলেন তিনি নিজে, তার ছেলে ও চালক।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক মো. এস খালেদ জানান, লায়লার শ্বাসনালি পুড়ে গেছে। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। ঝর্ণাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম  জানান, সিএনজি অটোরিকশার দুই যাত্রীকে ভোরে দগ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। তাদের ৩৬ নম্বর বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। দগ্ধরা বলেছেন, তাদের গাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছে।