বিজনেসটুডে২৪ প্রতিনিধি
ঢাকা: মহামারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে সারাবিশ্বে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) ৪২ শতাংশ কমেছে বলে জানিয়েছে জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়নবিষয়ক সংস্থা আঙ্কটাড।
২০১৯ সালে বৈশ্বিক এফডিআই এর পরিমাণ দেড় লাখ কোটি ডলার হলেও ২০২০ সালে করোনার প্রভাবে তা ৮৫ হাজার কোটি ডলারে নেমে আসে বলে জানায় সংস্থাটি।
আঙ্কটাড এর মতে, ২০২০ সালে উন্নত দেশগুলোতে উন্নয়নশীল দেশের তুলনায় এফডিআই প্রবাহ অনেক কম ছিল। বৈশ্বিক জিডিপির ৭০ শতাংশই উন্নয়নশীল দেশগুলোতে যাচ্ছে, ফলে উন্নত দেশগুলোতে বিদেশি বিনিয়োগ ৪৬ শতাংশ কমলেও উন্নয়নশীল দেশগুলোতে তা কমেছে ১২ শতাংশ।
বিশ্ব ব্যাংকের মতে, গতবছরের ধাক্কা কাটিয়ে এবছর বিশ্বের অর্থনীতি অনেকাংশই ঘুরে দাঁড়াবে। তবে সবকিছু টিকাদান কর্মসূচির ওপর নির্ভর করছে।
তবে আঙ্কটাড এর মতে, করোনার অনিশ্চয়তার কারণে এবছরেও এফডিআই প্রবাহ তেমন একটা বাড়বে না। এবছরেও প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ ৫-৭ শতাংশ হ্রাস পাবে। গত দুই দশকের পর এই প্রথম বিদেশি বিনিয়োগ এত বেশি পরিমাণে কমে গেছে বলেও জানায় সংস্থাটি।
আঙ্কটাড এর বিনিয়োগ বিভাগের পরিচালক জেমস ঝান জানান, এবছরেও বিনিয়োগকারীরা বিনিয়োগের ব্যাপারে সতর্ক থাকবেন। তাই করোনার কারণে বিদেশি বিনিয়োগের উপর নেগেটিভ প্রভাবের সময়কাল আরো দীর্ঘতর হতে পারে। যুক্তরাষ্ট্রের খুচরা বিক্রি, আর্থিক খাত, উৎপাদন সবখানেই কমেছে বিনিয়োগ প্রবাহ। দেশটিতে এফডিআই প্রবাহ কমেছে ৪৯ শতাংশ। ভাইরাসটির প্রভাবে ছোট দেশগুলোর অর্থনীতিও ক্ষতিগ্রস্ত হয়েছে।
সংস্থাটির তথ্যমতে, ইউরোপের দেশগুলোতেও বিদেশি বিনিয়োগ প্রবাহের মাত্রা অনেক কমে গেছে। দেশগুলোতে এফডিআই দুই-তৃতীয়াংশ কমে গেছে।। এদিকে যুক্তরাজ্যে ২০২০ সালে এক টাকাও বিদেশি বিনিয়োগ হয়নি। করোনার কারণে দেশটিতে গতবছর এফডিআই এর মাত্রা শূন্যের কোঠায় নেমে গেছে।
তবে ২০২০ সালে যুক্তরাষ্ট্রে বিদেশি বিনিয়োগের মাত্রা কমলেও বেড়েছে অপর দুই শক্তিশালী দেশ চীন ও ভারতে। বিদেশি বিনিয়োগের মাত্রা ভারতে ১৩ শতাংশ ও চীনে ৪ শতাংশ বেড়েছে।