বিজনেসটুডে২৪ প্রতিনিধি
ঢাকা: যারা পেঁয়াজের অযৌক্তিক দাম নির্ধারণ করছে তাদের ব্যাপারে নজরদারি বাড়ানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রশাসনকে এদের ব্যাপারে কঠোর হতে বলেছেন এবং আইনের আওতায় আনার নির্দেশনা দিয়েছেন।
আজ সোমবার (১১ ডিসেম্বর) সকাল ১০টায় মন্ত্রিপরিষদের বৈঠকে প্রধানমন্ত্রী এই নির্দেশনা দেন। মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন বিকেলে সচিবালয়ে এ বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন।
আগামী ৩১ মার্চপর্যন্ত ভারতের পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা দেয়ার সংবাদ জানাজানি হওয়ার সাথে সাথে পাইকারি ও খুচরা বাজারে পণ্যটির দাম ঘণ্টায় ঘণ্টায় বাড়তে শুরু করে। বাজার নিয়ন্ত্রণে বিভিন্ন স্থানে ভোক্তা অধিকার পরিষদ বিভিন্ন স্থানে অভিযান চালায়।