করোনা পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে ২ কোটি টাকার আর্থিক অনুদান প্রদান করেছে সাইফ পাওয়ারটেক লিমিটেড।
সাইফ পাওয়ারটেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তরফদার মোঃ রুহুল আমিন অনুদানের চেক তুলে দেন। অনুদানে কোম্পানির কর্মকর্তা-কর্মচারিদের একদিনের বেতন ৬৫ লক্ষ টাকা ও বাকি অংশ কোম্পানির নিজস্ব তহবিল থেকে দেয়া হয়।
বুধবার দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে তার মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস অনুদান গ্রহণ করেন। এ সময় গণভবন থেকে ভিডিও কনফারেন্সে সংযুক্ত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সাইফ পাওয়ারটেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তরফদার মোঃ রুহুল আমিন বলেন, আমরা প্রধানমন্ত্রীর এই তহবিল বাদেও আমাদের চট্টগ্রাম পোর্টের কর্মচারীদের খাদ্য সুবিধা দিচ্ছি এবং তা চালিয়ে যাবো যতক্ষণ না পর্যন্ত বর্তমান পরিস্থিতি স্বাভাবিক হয়। এছাড়াও আমরা দেশের প্রত্যন্ত অঞ্চলে জনপ্রশাসনের মাধ্যমে ত্রান দিয়ে আসছি।