জাতীয় সংসদের তৎকালীণ এমএনএ বাংলাদেশ আওয়ামী লীগের দক্ষিণ জেলার সাবেক সাধারণ সম্পাদক দীর্ঘ দিন অসুস্থ প্রবীন জননেতা আবু ছালেহ কে আজ বুধবার বিকেলে তাঁর মোমিন রোডস্থ বাসভবনে দেখতে যান সিটি মেয়র মো. রেজাউল করিম চৌধুরী। তিনি অসুস্থ্য নেতার শারিরিক অবস্থার খোঁজ-খবর নেন এবং মহান আল্লহর দরবারে তাঁর সুস্থতার জন্য দোয়া করেন।
দক্ষিণ জেলা আওয়ামী লীগ নেতা ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক কাজী মোহম্মদ আবু তৈয়ব মেয়রের সাথে উপস্থিত ছিলেন।
বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদের নেতৃবৃন্দরে সাক্ষাৎ
মেয়র মো. রেজাউল করিম চৌধুরীর সাথে বুধবার সকালে টাইগারপাসস্থ তাঁর কার্যালয়ে বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদের নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাত করেন। সাক্ষাতকালে মেয়র বলেন, জ্ঞান ও প্রযুক্তি নির্ভর বাংলাদেশ বিনির্মাণে প্রকৌশলীদের গুরুত্বপুর্ণ ভূমিকার কথা আমরা প্রত্যেকই জানি। মনে রাখতে হবে শিক্ষা শুধু সার্টিফিকেট বা সনদ অর্জন নয়, কর্ম ও সৃজনশীলতা নিশ্চিত করতে সাধারণ শিক্ষা, প্রকৌশল ও প্রযুক্তি চেতনা নির্ভর হতে। তাই শিক্ষিতরা বেকার থাকবেনা। তখন যে-কেউ কর্মসংস্থানে ব্যবস্থা নিজেরাই করে নিতে পারবে।
বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদের নেতৃবৃন্দ মেয়রকে ক্রেস্ট প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন-বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মাহমুদুল হক, প্রকৌশলী প্রদীপ কান্তি বিশ্বাস, মুক্তিযোদ্ধা পিনাকী দাশ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব দেওয়ান মাকসুদ আহমদ, পীযুষ কান্তি বিশ্বাস, মো. রেজউল করিম লিটন প্রমুখ।
রাজস্ব সার্কেল ৫ পরিদর্শনে মেয়র
মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বুধবার বিকেলে দামপাড়াস্থ চসিকের রাজস্ব সার্কেল-৫ পরিদর্শনে যান। পরিদর্শনকালে মেয়র কর আদায়ের বিষয়ে অবহিত হন এবং গত বছরের তুলনায় এবার ২ কোটি টাকার বেশী কর আদায় হওয়ায় সন্তোষ প্রকাশ করেন। তিনি কর আদায়ে আরো আন্তরিক হওয়ার জন্য কর্মকর্তা কর্মচারীদের নির্দেশা প্রদান করেন।
রাজস্ব সার্কেল ৫ এর কর কর্মকর্তা এ.কে.এম সালাউদ্দিন মেয়রকে স্বাগত জানান।
-সংবাদ বিজ্ঞপ্তি