বিজনেসটুডে২৪ ডেস্ক
জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবেকে গুলির করার ঘটনায় গ্রেফতার করা হয় সন্দেহভাজন এক ব্যক্তিকে।
সূত্র মারফত জানা গেছে, আটক হওয়া ব্যক্তির নাম তেৎসুয়া ইয়ামাগামি। সে নারা শহরেরই বাসিন্দা বলেই জানা গেছে। ৪১ বছর বয়সী তেৎসুয়া জাপানের মারিটাইম আত্মরক্ষা বাহিনীর প্রাক্তন কর্মী। ওই বাহিনীতে সেই ২০১৫ সাল পর্যন্ত, ৩ বছর ধরে কর্মরত ছিল। প্রাক্তন প্রধানমন্ত্র্রীর বক্তব্য রাখার সময় তাঁর ঠিক পিছনেই দাঁড়িয়ে ছিল ইয়ামাগামি। মাত্র ১০ ফুট দূর থেকে সে আবেকে লক্ষ্য করে গুলি চালায়।
ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন আবে। সঙ্গে সঙ্গেই ইয়ামাগামিকে আটক করে নিরাপত্তা কর্মীরা। সূত্রের খবর, একটি ডবল ব্যারেল শটগান থেকে পরপর দুবার গুলি ছোড়ে তেৎসুয়া। প্রথমটি লক্ষ্যভ্রষ্ট হলেও দ্বিতীয়টি গিয়ে লাগে আবের পিঠে। ঘটনার পর পালাবার কোনও রকম চেষ্টা করেনি ওই ব্যক্তি। পুলিশের অনুমান, তেৎসুয়ার বন্দুকটি তার নিজেরই বানানো। তাকে আপাতত নারা থানায় নিয়ে যাওয়া হয়েছে। তার বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ আনা হচ্ছে।
আজ সকালে আচমকাই গুলিবিদ্ধ হয়েছেন জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবে। পশ্চিম জাপানের নারা শহরে সকাল ১১.৩০ নাগাদ প্রচার কর্মসূচিতে বক্তৃতা দিচ্ছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী। সেই সময় হঠাৎই শোনা যায় গুলির শব্দ। পরক্ষণেই রক্তাক্ত হয়ে লুটিয়ে পড়েন আবে। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।