বিজনেসটুডে২৪ প্রতিনিধি
ঢাকা: শেয়ারবাজারে লেনদেনের পরিমাণ কমছে। বৃহস্পতিবার সপ্তাহের শেষদিনে পরিমাণ ছিল ছ’মাসের মধ্যে সর্বনিম্নে। কেনাবেচা হয়েছে ১ হাজার ৬৮ কোটি টাকার শেয়ার।
মাস দু’য়েক আগেও ডিএসইতে গড় লেনদেন হয়েছে ২ হাজার কোটি টাকার বেশি। ৭ অক্টোবর প্রধান সূচক উন্নীত হয় সর্বোচ্চ অবস্থানে। এরপর থেকে লেনদেনের পরিমাণ নিম্নমুখী। দু’হাজার কোটি ছাড়িয়ে যেতে পারেনি লেনদেন। নামতে নামতে ৬ মাসের সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে বৃহস্পতিবার।
বাজার সংশ্লিষ্টরা মনে করছেন, ব্যক্তিশ্রেণির বড় বিনিয়োগকারীদের একটি উল্লেখযোগ্য অংশ শেয়ার বিক্রি করে সাইড লাইনে রয়েছেন। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারিরাও আপাতত বিনিয়োগ না করে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। তাতে দরপতন হচ্ছে এবং লেনদেনে কমে গেছে।
অবশ্য বৃহস্পতিবার লাগাতার ৪ দিনের দরপতনশেষে কিছুটা এগিয়ে গেছে। দিনশেষে সূচক সামান্য বেড়েছে। যদিও দিনভর অস্থিরতায় ছিল বাজার পরিস্থিতি। ডিএসইর প্রধান সূচক আগের দিনের চেয়ে ৮ পয়েন্ট বেড়ে ৬৯০৬ পয়েন্টে উন্নীত হয়েছে। বেক্সিমকো, গ্রামীণফোন, বিএটিবিসিসহ বড় মূলধনী কিছু কোম্পানির দরবৃদ্ধিতে দিনশেষে সূচক সামান্য বেড়েছে।