Home ব্যাংক-বিমা প্রিমিয়ার ব্যাংকের নতুন ডিএমডি সৈয়দ আবুল হাশেম

প্রিমিয়ার ব্যাংকের নতুন ডিএমডি সৈয়দ আবুল হাশেম

বিজনেসটুডে২৪ ডেস্ক:

প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের নতুন উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং চীফ ফিন্যান্সিয়াল অফিসার (সিএফও) হয়েছেন সৈয়দ আবুল হাশেম।

সৈয়দ আবুল হাশেম তার দীর্ঘ ২০ বছরের ব্যাংকিং ক্যারিয়ারে প্রচলিত এবং ইসলামী ব্যাংকিং ধারায় বহুমুখী অভিজ্ঞতা অর্জন করেছেন।

২০১৫ থেকে সৈয়দ আবুল হাশেম মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের গ্রুপ চীফ ফিন্যান্সিয়াল অফিসার হিসেবে কর্মরত ছিলেন।

২০০০ সালে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডে প্রিন্সিপাল অফিসার হিসাবে তার পেশা জীবন শুরু করেছিলেন। পরবর্তিতে তিনি শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেডে দীর্ঘ ১২ বছর অতিবাহিত করেন যার মধ্যে ১০ বছর চীফ ফিন্যান্সিয়াল অফিসার (সিএফও) হিসেবে কর্মরত ছিলেন।

সৈয়দ আবুল হাশেম একজন ফেলো চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট (এফসিএ) এবং ফেলো কস্ট এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট (এফসিএমএ)। তিনি ইন্সটিটিউট অব ব্যাংকার্স বাংলাদেশের একজন ডিপ্লোমা এসোসিয়েট (ডিএআইবিবি) এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যালামনাই এসোসিয়েশনের আজীবন সদস্য।