Home Second Lead প্রিমিয়ার সিমেন্টের ২০% নগদ লভ্যাংশ ঘোষণা

প্রিমিয়ার সিমেন্টের ২০% নগদ লভ্যাংশ ঘোষণা

ইপিএস ও নিট সম্পদ মূল্য বেড়েছে প্রচুর

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত সিমেন্ট খাতের ৭ টি কোম্পানির মধ্যে হাইডেলবার্গ সিমেন্টের পরে আরও একটি কোম্পানি ২০ শতাংশ নগদ লভ্যাংশ দিল। গত ৩০ জুন, ২০২১ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ২০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে প্রিমিয়ার সিমেন্ট মিলস ।

মঙ্গলবার কোম্পানির বোর্ড সভায় জানানো হয়েছে: আলোচ্য সময়ে প্রিমিয়ার সিমেন্টের শেয়ার প্রতি আয় ( ইপিএস ) হয়েছে ৬.১৮ টাকা। আগের বছর তা ছিল ২ টাকা ৫৫ পয়সা।

৩০ জুন, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৭৯ টাকা ৮৩ পয়সাা। আগের বছর একই সময়ে যার পরিমাণ ছিল ৪৯ টাকা ৭৪ পয়সা।

সমাপ্ত সময়ে কোম্পানিটির নিট অপারেটিং ক্যাশফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ৬ টাকা ৩১ পয়সা। আগের বছরের একই সময় যার পরিমাণ ছিল ৬ টাকা ৯৯ পয়সা।

আগামী ২৬ ডিসেম্বর বিকাল ৩টায় ডিজিটাল প্ল্যাটফরমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৭ নভেম্বর।

প্রিমিয়ার সিমেন্ট ১০ শতাংশ হারে নগদ লভ্যাংশ দিয়েছে ২০১৮, ২০১৯ এবং ২০২০ সালে। ২০১৪ সালে দিয়েছিল ৩০ শতাংশ, ২০১৫ সালে ২০ শতাংশ, ২০১৬ সালে ১৫ শতাংশে এবং২০১৭ সালে ২০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।