বিজনেসটুডে২৪ প্রতিনিধি
ঢাকা: প্রিমিয়ার সিমেন্ট মিলস লিমিটেড ৩১০ কোটি ৭৫ লাখ টাকার প্রেফারেন্স শেয়ার ছাড়ছে। পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এই অনুমোদন দিয়েছে।
বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের সভাপতিত্বে মঙ্গলবার অনুষ্ঠিত ৮১১তম কমিশন সভায় এ অনুমোদন দেওয়া হয়।
প্রেফারেন্স শেয়ারের মধ্যে ২৩৫ কোটি ৭৫ লাখ টাকা সম্ভাব্য বিনিয়োগকারীদের নিকট প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করা হবে। এর মেয়াদ হবে ৫ বছর। বাকি ৭৫ কোটি টাকা স্পন্সর শেয়ারহোল্ডার/পরিচালকদের নিকট ইস্যু করা হবে, যার মেয়াদ ১২ বছর।
প্রিফারেন্স শেয়ারের অভিহিত মূল্য ২৫ লাখ টাকা। এর ডিভিডেন্ড হার ৬.২৫-৭.৭৫ শতাংশ। এই শেয়ার ইস্যুর মাধ্যমে উত্তোলন করা অর্থ দিয়ে প্রিমিয়ার সিমেন্ট ব্যালান্সশিট পুনর্গঠন, আর্থিক ব্যয় কমানো, মুনাফা বৃদ্ধি এবং আর্থিক সূচকগুলোর উন্নতি করবে।
প্রিমিয়ার সিমেন্ট ২০২১ সালে ২০ শতাংশ হারে নগদ লভ্যাংশ দিয়েছে। এরআগে, ১০ শতাংশ হারে নগদ লভ্যাংশ দিয়েছে ২০১৮, ২০১৯ এবং ২০২০ সালে। ২০১৪ সালে দিয়েছিল ৩০ শতাংশ, ২০১৫ সালে ২০ শতাংশ, ২০১৬ সালে ১৫ শতাংশে এবং২০১৭ সালে ২০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।