Home আন্তর্জাতিক অনলাইন লুডো অ্যাপস থেকে প্রেম, তারপর যা হলো

অনলাইন লুডো অ্যাপস থেকে প্রেম, তারপর যা হলো

বিজনেসটুডে২৪ ডেস্ক

গত মাসের ঘটনা। ১৬ বছর বয়সি এক পাকিস্তানি কিশোরীকে ভারতের বেঙ্গালুরু  থেকে উদ্ধার করেছিল পুলিশ। তারপর তাকে ওয়াঘা বর্ডারে পৌঁছে দেওয়া হয়েছে পরিবারের কাছে। বেঙ্গালুরুর নিরাপত্তাকর্মী মুলায়ম সিং যাদবকে গ্রেফতার করা হয়েছে। এক মাস পর সেই কিশোরীর পাকিস্তান থেকে পালিয়ে আসার পুরো কাহিনি সামনে এল। যা হার মানাবে সিনেমাকেও।

১৬ বছর বয়সি কিশোরীর সঙ্গে মুলায়ম সিং যাদবের পরিচয় হয়েছিল অনলাইন লুডো অ্যাপসে। তারপর দু’জনের পরিচয় হয়। সেই থেকে প্রেম ।

সেই প্রেম আর দু’দেশের কূটনীতি, কাঁটাতার মানেনি। ১৬ বছরের মেয়েটি সিদ্ধান্ত নেয় মুলায়মকে বিয়ে করতে সে ঘর ছাড়বে। তার এক মামা পাকিস্তানের সংবাদমাধ্যমে মাসখানেক পর খোলসা করেছেন, কীভাবে ভাগ্নি ঘর ছেড়েছিল।

কীভাবে?

মেয়েটির মামা জানিয়েছেন, লুকিয়ে বাড়ির আলমারি থেকে গয়না চুরি করে তা বিক্রি করে সে। তারপর বন্ধুবান্ধবের থেকে আরও কিছু টাকা জোগাড় করে। দুবাই থেকে যায় নেপালের রাজধানী কাঠমাণ্ডু। নেপালে যাওয়ার জন্য স্টুডেন্টস ভিসা করেছিল সে। তারপর নেপালেই বিয়ে করে দু’জন। সেখান থেকে ভারতে প্রবেশ করে চলে যায় বেঙ্গালুরুতে। প্রায় মাস খানেক ধরে সংসার করছিল তারা। এরমধ্যেই মেয়েটিকে উদ্ধার করে দেশে পাঠায় পুলিশ। বেঙ্গালুরু পুলিশ গ্রেফতার করে মুলায়ম সিং যাদবকে।