Home Third Lead প্রেম প্রস্তাব নাকচ, ডেটের খরচ ফেরত

প্রেম প্রস্তাব নাকচ, ডেটের খরচ ফেরত

ছবি সংগৃহীত

বিজনেসটুডে২৪ ডেস্ক

কফি, হালকা গান-প্রথম ডেটের প্রথমটা বেশ মধুরই যাচ্ছিল। কফির কাপে চুমুক দিয়ে চলছিল কথাবার্তাও। কিন্তু, এরপরেই প্রেমিকার মনে হয়েছিল সামনে বসা পুরুষটিকে মন দিতে পারবেন না তিনি। আর তা বলতেই যা ঘটল তা বোধহয় স্বপ্নেও ভাবতে পারেননি ওই তরুণী। ডেটে কপি শপে প্রেমিকার জন্য খরচ করা অর্থ ফেরত চাইলেন যুবক!

লরেন নামক এক তরুণী এক যুবকের সঙ্গে ডেটে গিয়েছিলেন। একটি কফি শপে বসে কিছুক্ষণ কথা বলার পর তিনি বুঝতে পারেন, তাঁদের মধ্যে প্রেম মোটেও জমছে না। এদিকে ওই যুবক লেখেন, ‘আজ তোমার সঙ্গে সময় কাটিয়ে বেশ ভালো লেগেছে। আবার দেখা করতে চাও?’ উত্তরে ওই তরুণী জানান, তাঁদের মধ্যে সেভাবে কোনও কেমিস্ট্রি তিনি দেখতে পাননি। এরপরেও অবশ্য দমে যাননি যুবক। তিনি পালটা লেখেন, ‘তোমার জন্য কাল ডিনার রান্না করছি, তারপর দেখা যাক কী হয়! যদি আমাদের একে অপরকে ভালো না লাগে সেক্ষেত্রে আমরা আলাদা হয়ে যাব। আমাদের সম্পর্ককে একটা সুযোগ দেওয়া উচিত।’

এরপরেই তরুণী জানান, ওই যুবকের বাড়ি তিনি যেতে চান না। এরপরেই ওই যুবক বলেন, ‘ঠিক আছে তোমাকে যে কফি খাইয়েছিলাম তার টাকা আমাকে ফেরত দিতে পারবে? আমি টাকাটা নষ্ট করতে চাই না। অন্য কারও সঙ্গে ডেটে গিয়ে আমি ওই টাকাটা খরচ করতে চাই। ‘প্রাথমিকভাবে হকচকিয়ে গেলেও ওই তরুণী জবাবে লেখেন, ‘তোমার কফি নয়, ডেটে আসার জন্য বাস ভাড়াও কি আমি দিয়ে দেব?


এরপর ওই যুবক তরুণীকে তাঁর অ্যাকাউন্ট নম্বর পাঠিয়ে টাকা ফেরত দেওয়ার কথা বলেন। ঘটনাটি টুইটারে পোস্ট করেন ওই তরুণী। এই কথোপকথন-এর একটি স্ক্রিনশট পোস্ট করেছেন ওই তরুণী। তাঁর ক্ষোভ ওই যুবক তাঁকে ৬ বছর ধরে ডেটে যেতে বলছিলেন। রাজি হওয়ার পর এই ব্যবহারে ক্ষুব্ধ হয়েছেন তিনি। আর এই দেখে রীতিমতো হেসে গড়িয়ে পড়ছেন নেটিজেনরা। এক নেটনাগরিক লিখেছেন, ‘আমি ৬ বার এই পোস্ট পড়েছি। যতবার পড়েছি ততবার হেসেছি।’


এদিকে ওই যুবকের পাশে এসে দাঁড়িয়েছেন অনেকেই। এক নেটিজেন লিখেছেন, ‘একদম ঠিক করেছে ওই যুবক।’ আরেকজন লিখেছেন, ‘অসাধারণ! ঠিক বলেছে ওই যুবক। কিন্তু, বিষয়টা হল আমি হাসি থামাতে পারছি না।’